ফাইন ব্যান্ড
২০১৭ সালের ২০ মে ‘ফাইন ব্যান্ড’ সারা দেশে ‘সহানুভূতি’ শীর্ষক প্রথম সংগীতানুষ্ঠানের আয়োজন করে। সেপ্টেম্বরে ব্যান্ডটি পরপর ‘আমাকে ভুলে যাও’ এবং ‘১১ ধরনের সৌন্দর্য’ নামে একক গান প্রকাশ করে। ২০১৮ সালে ব্যান্ডটি নেটইজ মিউজিকের একটি অ্যাওয়ার্সের সেরা প্রতিশ্রুতিশীল সংগীতশিল্পী পুরস্কার জেতে এবং ১৫ এপ্রিল ব্যান্ডটি ‘অনুরূপ পরিকল্পনা’ নামে সংগীতানুষ্ঠানের আয়োজন করে।
২০২১ সালের ১ সেপ্টেম্বর ‘ফাইন ব্যান্ড’ ‘ছাদ’ নামে একটি অ্যালবাম প্রকাশ করে। প্রত্যেক মানুষের হৃদয়ে নিজের ছাদ আছে। সেটি সবসময় আছে যেখানে আমরা স্পর্শ করতে পারি না। প্রত্যেক ছাদের নিচে বিভিন্ন আকারের ছায়াও আছে। ছায়ায় থাকাটা জীবনের সূচনা। ছাদ হলো একটি সীমান্ত, সেটি আমরা স্পর্শ করতে পারি না। ইচ্ছা থাকলে, ছাদও থাকে। খুব জটিল কথা, তাই না? যাই হোক বন্ধুরা, এখন আমি আপনাদেরকে অ্যালবাম থেকে একটি গান বেছে শোনাবো, কেমন? গানের নাম ‘তৃতীয় ব্যক্তি’।
গানটি কেমন লেগেছে আপনাদের? নিশ্চয়ই ভাল লেগেছে। প্রিয় শ্রোতাবন্ধুরা, গান শুনতে শুনতে আমরা আজকের ‘তোমার জন্য গান’ আসরের একদম শেষ প্রান্তে চলে এসেছি। তবে, অনুষ্ঠানের শেষে আমি আপনাদের আরেকটি গান শোনাতে চাই। গানের শিরোনাম ‘নীল রঙের কোকাকোলা’।