আবারও বসন্তের বাতাস
সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। এখন শুনবেন ‘তোমার জন্য গান’; আপনাদের সঙ্গে আছি আমি মুক্তা।
বন্ধুরা, শুনছিলেন চৌ বি ছাংয়ের কন্ঠে ‘টিনজাত মাছ’ শীর্ষক গান। এখন শোনাবো নারী কন্ঠশিল্পী চু হুয়া’র কন্ঠে গান। তিনি ১৯৬৯ সালের ২০ ফেব্রুয়ারি হুবেই প্রদেশের উহান শহরে জন্মগ্রহণ করেন। তিনি একজন কন্ঠশিল্পী ও সংগীত-প্রযোজক। তাঁর সংগীতে লোক, পপ, ক্লাসিকাল ও নিউ সেন্ট্রাল বৈশিষ্ট্য দেখা যায়। ১৯৮৫ সালে তিনি প্রথম অ্যালবাম প্রকাশ করেন। এখন শোনাবো তাঁর কন্ঠে ‘আবারও বসন্তের বাতাস’ শীর্ষক গান। গানটি ২০০৪ সালে রিলিজ হয়। গানটি একটি টিভি সিরিজের থিম সং। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।
বন্ধুরা, শুনছিলেন চু মিং ইং’র কন্ঠে ‘আবারও বসন্তের বাতাস’ শীর্ষক গান। এখন আমি আপনাদেরকে নারী কন্ঠশিল্পী জৌ রুই’র কন্ঠে ‘ভালবাসা ফিরে আসা’ শীর্ষক গান শোনাবো। গানটি একই নামের টিভি সিরিজের থিম সং। টিভি সিরিজে সব গান জৌ রুই গেয়েছেন। তাঁর কন্ঠ সুন্দর ও মিষ্টি। এ গানটি গাওয়ার পর তিনি চীনে জনপ্রিয় হয়ে ওঠেন। এরপর তিনি অনেক টিভি সিরিজ ও চলচ্চিত্রে কন্ঠ দিয়েছেন। আশা করি, বন্ধুরা ‘ভালবাসা ফিরে আসা’ শীর্ষক গান পছন্দ করবেন।
বন্ধুরা, শুনছিলেন জৌ রুই’র কন্ঠে ‘ভালবাসা ফিরে আসা’ শীর্ষক গান। এখন আমি আপনাদেরকে নারী কন্ঠশিল্পী জুহাই’র সঙ্গে পরিচয় করিয়ে দেবো। তিনি ১৯৭৬ সালের ১০ মে আনহুই প্রদেশের বেংবু শহরে জন্মগ্রহণ করেন। তিনি কন্ঠশিল্পী, জাতীয় প্রথম পর্যায় অভিনেত্রী, সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রথম যুব ফেডারেশনের সদস্য, কেন্দ্রীয় সরকারের প্রশাসনিক সংস্থার যুব ফেডারেশনের সদস্য, জাতীয় যুব ফেডারেশনের সদস্য, চীনা সংগীতজ্ঞ সমিতির সদস্য এবং জাতীয় এইডস প্রতিরোধ ও নিয়ন্ত্রণবিষয়ক বিশেষ দূত। আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘সৌভাগ্য আসছে’ শীর্ষক গান শোনাবো। চলুন, আমরা একসঙ্গে গানটি শুনবো।