বাংলা

‘ভোরবেলা’

CMGPublished: 2024-07-03 09:46:40
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের খুব জনপ্রিয় কণ্ঠশিল্পী লিউ ইয়ু নিং-এর সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তার কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।

লিউ ইয়ু নিং, ১৯৯০ সালের ৮ জানুয়ারি চীনের লিয়াও নিং প্রদেশের তান তুং প্রদেশে জন্মগ্রহণ করেন। তিনি হলেন চীনের মূল ভূভাগের একজন পুরুষ কণ্ঠশিল্পী, তিনি একই সঙ্গে একজন অভিনেতাও বটে।

২০১৪ সালে লিউ ইয়ু নিং-এর চেষ্টায় ‘মোর্ডেন ব্রাদার’ সঙ্গীতব্যান্ড গঠিত হয়। তিনি এই ব্যান্ডের প্রধান গায়ক হিসেবে ভূমিকা পালন করেন। ২০১৮ সালের সেপ্টেম্বরে লিউ ইয়ু নিং-এর প্রথম ব্যক্তিগত একক গান ‘কল্পনা’ বাজারে আসে। সে বছরের ডিসেম্বর মাসে তাঁর প্রথম অ্যালবাম ‘দশ’ রিলিজ হয়।

বন্ধুরা, এখন শুনুন লিউ ইয়ু নিং-এর কণ্ঠে ‘ভোরবেলা’। গানের কথাগুলো এমন: কেউ বলেছে ঠান্ডা রাতে তারা চুপচাপ হেঁটে যায়। ভোরের পর দেখা আতশবাজি অন্ধকারে ঝিকমিক করে। এটি একটি চিরন্তন চিন্তা। বলবে না নীরবে অপেক্ষা করছে। ভোরের আগে ফিরে তাকিও না, হাঁটতে হাঁটতে নীরবে গর্জন আর গান শোনো। পিছনে নীরব রাত। আয়নায় অভিবাদন, অন্ধকারের মুখবন্ধ, একাকীত্বে কতদিন অপেক্ষা করতে হয়।

বন্ধুরা, এখন শুনুন লিউ ইয়ু নিং-এর গান ‘অন্ধকারের আলো’। গানের কথাগুলো এমন: ভবিষ্যতে আর কত আঘাত সহ্য করব? তবেই তুমি পাথরের হৃদয় গড়ে ছিলে। একটি হাস্যকর পরিস্থিতির বিনিময়ে তোমার আন্তরিকতা ব্যবহার করো। কিন্তু একটা আলোর রশ্মি আছে যা আমাকে সান্ত্বনা দেয়। আমার চূড়ান্ত বিশ্বাস, মানুষ দিনে বাঁচে, কিন্তু রাতে বন্দী থাকে। এটা ব্যাপক হতে দিও। আমি তোমার জন্য প্রার্থনা করছি তুমি অন্ধকার রাতে আলোর রশ্মি। হৃদয়-ভাঙ্গা অতীতকে আলোকিত কর।

বন্ধুরা, এখন শুনুন লিউ ইয়ু নিং-এর গান ‘পাশে’। গানের কথাগুলো এমন: আমার বাম কান বাজছে, আমি সবসময় শুনি তুমি আমাকে ডাকছো। আমার বাম চোখ ঝাপসা, যেন এখনও তোমার রূপরেখা আছে। আমার বাম হাত খালি, আমার শক্তি নেই এবং আমার হৃদয় খালি। তুমি ও আমি বিপরীত দিকে থাকি এবং অদৃশ্য হতে অভ্যস্ত। রয়ে গেছে শুধু নস্টালজিয়া। তুমি ছাড়া আমার বামে, আমার পৃথিবী হঠাৎ অর্ধেক অবশ হয়ে গেল।

আচ্ছা, শুনুন গানটি।

বন্ধুরা, সুন্দর গান শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এলাম, বিদায় দেওয়ার আগে আপনাদের শোনাতে চাই লিউ ইয়ু নিং-এর আরেকটি গান, গানের নাম ‘উপহার দেই’। আশা করি গানটি আপনাদের ভালো লাগবে।

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী লিউ ইয়ু নিং-এর সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে, গান হবে।

Share this story on

Messenger Pinterest LinkedIn