বাংলা

‘বিদায়, আমার প্রিয় মানুষ’

CMGPublished: 2024-07-03 09:48:02
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের খুব জনপ্রিয় সঙ্গীতব্যান্ড পাওয়ার স্টেশনের সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং ব্যান্ডের সুন্দর গান শোনাবো।

পাওয়ার স্টেশন, চীনের তাইওয়ান প্রদেশের একটি রক সঙ্গীতব্যান্ড। এটি প্রতিষ্ঠিত হয় ১৯৯৪ সালে। ব্যান্ডের সদস্য হলেন ইউ ছিউ সিং এবং ইয়ান জি লিন। ১৯৯৭ সালে ব্যান্ডের প্রথম অ্যালবাম ‘নিষ্ঠুর প্রেমের চিঠি’ প্রকাশিত হয়, এর মধ্য দিয়ে সঙ্গীতব্যান্ড আনুষ্ঠানিকভাবে সঙ্গীত মহলে যোগ দেয়।

১৯৯৯ সালে পাওয়ার স্টেশনের চতুর্থ অ্যালবাম ‘বিশ্বাসঘাতকতা প্রেমের গান’ প্রকাশিত হয়। ২০০২ সালে ব্যান্ডের অ্যালবাম ‘ম্যান’ বাজারে আসে। ২০২১ সালে সঙ্গীত ব্যান্ডের অ্যালবাম ‘সবই প্রেমের জন্য’ রিলিজ হয়।

বন্ধুরা, এখন শুনুন পাওয়ার স্টেশনের গান ‘বিদায়, আমার প্রিয় মানুষ’। গানের কথাগুলো এমন: আমি এক কদম দিলাম এবং চোখের জল গড়িয়ে পড়ল। বিদায়, আমার প্রিয়তমা। তোমার সাথে দেখা হওয়ার পর থেকে মনে হয়, তুমি আমার থেকে কখনো আলাদা হবে না। সবুজ পাহাড় আর বিশাল সমুদ্র, আমি তোমাকে সমুদ্রের মতো গভীর ভালোবাসি। যেদিন তুমি চলে যেতে চাও, তুমি ছাড়া আমার পাশে। আমার সুদূর শহরে উঁচুতে চাঁদ। দয়া করে তোমার মাথা তুলে তোমার হৃদয়ে চাঁদের আলোর দিকে তাকাও।

বন্ধুরা, এখন শুনুন পাওয়ার স্টেশনের গান ‘দ্বিতীয়বার ব্রেকআপ’। গানের কথাগুলো এমন: এটাই শেষ দৃশ্য। তুমি জাহাজের মত ঝাপসা। তুমি কোথায় ভেসে আছ? আমি নির্জন সৈকতের মতো শান্ত। আমার মনে আছে, প্রথমবার আমাদের ব্রেক-আপ হয়েছিল। আমার হৃদয় ভেঙে না যাওয়া পর্যন্ত তুমি ও আমি থামব না। তোমার কাপুরুষের মুষ্টি বন্ধ করো। একে অপরের স্বাধীনতা চায় বুঝতে পারে না এবং দ্বিতীয়বার তুমি ও আমার ব্রেক আপ। শুধু ভাগ্য পাস হতে দিও। বুঝো কিছু ভালবাসা আতশবাজির মতো।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn