বাংলা

ভালোবাসার মূল্য

CMGPublished: 2024-06-29 17:52:33
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বেইজিং থেকে চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। এখন শুনবেন তোমার জন্য গান অনুষ্ঠান। আপনাদের সঙ্গে আছি আমি মুক্তা।

এখন আমি আপনাদেরকে চীনের ইনার মঙ্গোলিয়ার নারী কন্ঠশিল্পী গেগে'র গান শোনাবো। তিনি পয়লা অগাস্ট ইনার মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলের ছিফেং শহরের কেশিকেতেং বান্নারে জন্মগ্রহণ করেন। ২০০৭ সালে তার প্রথম গান প্রকাশিত হয়। ২০০৯ সালে তিনি নিজের প্রথম অ্যালবাম প্রকাশ করেন। এ পর্যন্ত তিনি মোট ৬টি অ্যালবাম প্রকাশ করেছেন। আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে তাঁর কন্ঠে 'তিব্বতি প্রেমের গান' শোনাবো। আসলে তিব্বতি জাতি ও মঙ্গোলীয় জাতির মধ্যে অনেক মিল রয়েছে। গানটি একটি তিব্বতি জাতির লোকসংগীত। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন ওয়াং চেংয়ের কন্ঠে ‘যত সহজ-সরল, তত সুখী’ শীর্ষক গান। এখন আমি আপনাদেরকে চাং আই চিয়া’র সঙ্গে পরিচয় করিয়ে দেবো। তিনি ১৯৫৩ সালে চীনের তাইওয়ানে জন্মগ্রহণ করেন। তিনি একজন অভিনেত্রী, কন্ঠশিল্পী, চলচ্চিত্র সম্পাদক, চিত্রনাট্যকার, প্রযোজক। ১৯৭২ সালে তিনি একজন অভিনেত্রী হিসেবে বিনোদনজগতে প্রবেশ করেন। সে বছর তিনি প্রথম চলচ্চিত্রে অভিনয় করেন। তিনি অনেক চলচ্চিত্র পুরস্কার লাভ করেছেন। ১৯৮৫ সালে তিনি প্রথম অ্যালবাম প্রকাশ করেন। আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘ভালোবাসার মূল্য’ শীর্ষক গান শোনাবো। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

প্রিয় শ্রোতা, এতোক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান।

Share this story on

Messenger Pinterest LinkedIn