বাংলা

'শঙ্খের কন্ঠ'

CMGPublished: 2024-06-28 11:09:54
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বেইজিং থেকে চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। এখন শুনবেন ‘তোমার জন্য গান’; সঙ্গে আছি আমি মুক্তা।

বন্ধুরা, আপনারা শুনছিলেন কন্ঠশিল্পী ছেন হাও'র কন্ঠে 'আমি বিশ্বের এদিকে তোমার জন্য অপেক্ষা করি' শীর্ষক গান। ১৯৯৭ সালে ছেন হাও চীনের কেন্দ্রীয় একাডেমি অব ড্রামার পারফরম্যান্স বিভাগে ভর্তি হন। ১৯৮৮ সালে তিনি প্রথম চলচ্চিত্রে অভিনয় করেন। ২০০০ সালে তিনি টিভি হোস্ট হিসেবে কাজ শুরু করেন। ২০০১ সালে তিনি একটি টিভি সিরিজের মূল নারী চরিত্রে অভিনয় করেন। এখন শোনাবো তাঁর কন্ঠে ‘উৎসর্গ’ শীর্ষক গান। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন ছেন হংয়ের কন্ঠে 'সবসময় বাড়ি ফিরতে চাই' শীর্ষক গান। এখন আমি আপনাদেরকে চীনের হংকংয়ের কন্ঠশিল্পী ছেন হুই লিন'র কন্ঠে গান শোনাবো। তিনি ১৯৭৩ সালের ১৩ সেপ্টেম্বরে চীনের হংকংয়ে জন্মগ্রহণ করেন। তিনি একজন কন্ঠশিল্পী ও অভিনেত্রী। তিনি নিউইয়র্কের পার্সনস স্কুল অব ডিজাইন অ্যাট দা নিউ স্কুল থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। এখন শোনাবো তাঁর কন্ঠে 'রঙিন বিশ্ব' শীর্ষক গান। গানটি ২০০৬ সালে রিলিজ হয়। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

প্রিয় শ্রোতা, এতোক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারও আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান।

Share this story on

Messenger Pinterest LinkedIn