‘রঙিন বিশ্ব’
সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বেইজিং থেকে চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। এখন শুনবেন ‘তোমার জন্য গান’। আপনাদের সঙ্গে আছি আমি মুক্তা। সবাই ভালো আছেন তো? আশা করছি আপনারা সুস্থ আছেন এবং আনন্দে দিন কাটাচ্ছেন।
বন্ধুরা শুনছিলেন ছেন হুই লিন'র কন্ঠে 'আশা' শীর্ষক গান। ১৯৯৬ সালে তিনি টানা চারটি অ্যালবাম প্রকাশ করেন। এরপর প্রতিবছর তিনি একাধিক অ্যালবাম প্রকাশ করতে শুরু করেন। ২০০৪ সালে তিনি চলচ্চিত্রে অভিনয় করেন। তিনি সংগীত ও চলচ্চিত্রে অনেক পুরস্কার লাভ করেছেন। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে 'মহা দিন' শীর্ষক গান শোনাবো। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।
বন্ধুরা, শুনছিলেন শাং ওয়েন চিয়ে’র কন্ঠে ‘চূড়ান্ত স্বপ্ন’ শীর্ষক গান। ২০০৭ সালে তিনি প্রথম ইপি ও অ্যালবাম প্রকাশ করেন। ২০০৮ সালে তিনি ট্যুর কনসার্ট আয়োজন করেন। ২০১৩ সালে তিনি হুনান প্রদেশ টিভি কেন্দ্রের 'আমি কন্ঠশিল্পী' শীর্ষক টিভি শো-তে অংশ নেন। একই বছর তিনি সংগীত প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন শুরু করেন। 'আমার চুল কোমর পর্যন্ত লম্বা হওয়া পর্যন্ত অপেক্ষা করো' শীর্ষক গান একটি টিভি সিরিজের থিম সং। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।
প্রিয় শ্রোতা, এতোক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান।