‘মাদার আর্থ’
বন্ধুরা, এখন শুনুন লুও তা ইউ-এর গান ‘আলোকিত দিনগুলো’। গানের কথায় বলা হয়, আমি একটা পুরনো গান গাইব। আমি তোমার গান আস্তে আস্তে গাই। আপনি কি এখনও আপনার অতীত স্বপ্ন মনে রাখবেন? সেই উজ্জ্বল এবং আশার বছর। আপনি ও আমি আমাদের আদর্শের জন্য কষ্টের মধ্য দিয়ে গেছি। আমরা একসাথে কেঁদেছি ও হেসেছি।
আচ্ছা, শুনুন গানটি।
বন্ধুরা, সুন্দর গান শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এলাম, বিদায় দেওয়ার আগে আপনাদের শোনাতে যাচ্ছি লুও তা ইউ-এর আরেকটি গান, গানের নাম ‘সময়ের গল্প’। আশা করি গানটি আপনাদের ভালো লাগবে।
শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী লুও তা ইউ-এর সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে, গান হবে।