বাংলা

‘আমি তোমার দ্বীপ’

CMGPublished: 2024-06-26 19:11:23
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের খুব জনপ্রিয় কণ্ঠশিল্পী ওয়াং ছি’র সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তার কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।

ওয়াং ছি, ১৯৮৬ সালের ১৩ অক্টোবর চীনের লিয়াও নিং প্রদেশে জন্মগ্রহণ করেন। তিনি হলেন চীনের মূল ভূভাগের একজন পুরুষ কণ্ঠশিল্পী। ২০১৬ সালের মার্চ মাসে ওয়াং ছি চীনের শানতুং প্রদেশের নতুন কণ্ঠশিল্পীর প্রতিযোগিতায় অংশ নেন। ২০১৭ সালের অগাস্ট মাসে তাঁর প্রথম গান ‘প্রেমিকার কথা’ প্রকাশিত হয়।

২০১৯ সালের এপ্রিল মাসে ওয়াং ছি’র নিজস্ব রচিত গান ‘হাজার ভালোবাসা, লাখ লাখ কৃতজ্ঞতা’ প্রকাশিত হয়। এটি তার বাবা মাকে দেওয়া একটি উপহার। ২০২৩ সালের ৩ নভেম্বর, ওয়াং ছি একক গান ‘সিনচিয়াং একটি ভালো জায়গা’ প্রকাশ করেন।

বন্ধুরা, এখন শুনুন ওয়াং ছি’র গান ‘আমি তোমার দ্বীপ’। গানের কথায় বলা হয়, তুমি সেই বাতাস যে আমার হৃদয়ে বয়ে যায়। আমার ভয় প্রশমিত করতে তোমার নির্দোষ অবস্থা ব্যবহার করো। তুমি আমার চোখে বৃষ্টির মতো। আমার দুঃখ দূর করে কান্নায় পরিণত করে। কখন জানি না আমার জীবন সব তোমার সম্পর্কে। যদিও তুমি কাঁদবে আর যখন খুশি হাসবে, বাতাস হলো বৃষ্টি আমি এখনো তোমাকে ভালবাসি।

বন্ধুরা, এখন শুনুন ওয়াং ছি’র গান ‘মনের উদ্বেগ’। গানের কথায় বলা হয়, উত্তরে ট্রেন এটাই বাড়ির দিক। বাড়িতে আমার মায়ের রান্না খাবার আছে। এটি একটি মিষ্টি সুবাস। প্লেন উড়ে দক্ষিণে যায়- এটাই বাড়ির দিক। বাড়িতে আমার বাবার তৈরি একটি থলি আছে। আমাকে আশীর্বাদ দিন। আমি পৃথিবীর শেষ প্রান্তে আছি এবং আপনি সর্বদা আমার হৃদয়ে আছেন। এমনকি পাহাড়, নদী এবং সমুদ্র আপনার উদ্বেগ থামাতে পারে না। আমি আপনার সাথে আমার আনন্দ, দুঃখ, আনন্দ ও বৃদ্ধি ভাগ করতে চাই।

আচ্ছা, শুনুন গানটি।

বন্ধুরা, এখন শুনুন ওয়াং ছি’র গান ‘দূরে ঘুরে বেড়াই’। গানের কথায় বলা হয়, চাঁদ এখনও প্রান্তরে দাঁড়িয়ে আছে। তোমার ফিগার দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। দূর থেকে ঘোড়ার খুরের আওয়াজ পর্যন্ত তোমায় ডাকার গান ছড়িয়ে পড়ে সর্বত্র। আকাশের দিকে তাকিয়ে দেখলাম মাত্র দুই সারি বুনো হাঁস। আমি আমার মাথা নিচু করে আমার মেকআপ সরাতে চোখের জল ফেললাম।

আচ্ছা, শুনুন এই গান।

বন্ধুরা, সুন্দর গান শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এলাম, বিদায় দেওয়ার আগে আপনাদের শোনাতে চাই ওয়াং ছি’র আরেকটি গান, গানের নাম ‘শহরের দক্ষিণে ফুল পড়ে’। আশা করি গানটি আপনাদের ভালো লাগবে।

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী ওয়াং ছি’র সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে, গান হবে।

Share this story on

Messenger Pinterest LinkedIn