বাংলা

তান সেই আন

CMGPublished: 2024-06-24 15:09:02
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

তান সেই আন ১৯৮৪ সালের ৪ জুন মালয়েশিয়ার পেনাং রাজ্যের বুকিত মারতাজামে জন্মগ্রহণ করেন। তিনি চীনা ভাষার পপসংগীত মহলের একজন গায়ক ও অভিনেতা।

স্বর্গের রানী’ গানটি তার ২০০৯ সালে প্রকাশিত প্রথম ইপি’র প্রধান গান। আসলে ইপি-তে মোট ছ’টি গান রয়েছে। তিনি নিজেই ইপি’র প্রযোজক। ২০১০ সালের ২২ ডিসেম্বর ইপি ‘স্বর্গের রানী’টি বিনোদন সমিতির দশটি গোল্ডসং ও বছরের সেরা মিনি অ্যালবাম- এই দুটি পুরস্কার জেতে। ‘স্বর্গের রানী’ গানটির প্রেরণা তাঁর নিজের প্রেমের অভিজ্ঞতা থেকে নেওয়া হয়েছে। তিনি নিজের অভিজ্ঞতা দিয়ে নিজের প্রেম হারানোর ঘোষণা লিখেছেন। তিনি বলেছেন, প্রত্যেক প্রেমের শেষ সত্যিকারের শেষ হবার প্রতীক নয়, বরং একটি সূচনা। এর প্রতিক্রিয়া হলো- অন্যকে ভালোবাসতে শেখা।

বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হবার পর এক সময়ের মধ্যে তান সেই আন মেকআপ শিল্পী হিসেবে কাজ শুরু করেন। ২০০৬ সালে তিনি মালয়েশিয়ায় আয়োজিত ‘অ্যাস্ট্রো স্টার কোয়েস্ট’-এ অংশ নিয়ে ফাইনালে রানার্স-আপ হন। ২০০৭ সালের ১৬ নভেম্বরে তিনি প্রথম একক অ্যালবাম গ্র্যান্ড আত্মপ্রকাশ করেন। এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শোবিজ জগতে পা রাখেন। বন্ধুরা, এখন আমি অ্যালবাম থেকে ‘অন্যভাবে দেখা’ এবং ‘তোমার সাথে অভ্যস্ত হয়ে যাই’ দুটো গান বেছে নিয়ে আপনাদেরকে শোনাচ্ছি, কেমন?

২০০৯ সালে ‘স্বগের রানী’ প্রকাশ হবার পর অনেক চীনা অনুরাগী শুধু ইন্টারনেটের মাধ্যমে তাঁর গান শুনেছে। তান সেই আন ২০১১ সালে ‘আবার ভালবাসা, স্বর্গের রানী” নামে অ্যালবাম প্রকাশ করেন। এতে তাঁর বেশ কয়েকটি নিজের শিল্প-কর্ম রয়েছে। অ্যালবামে বহু দুঃখিত রংয়ের সঙ্গে শিল্প-কর্মগুলির মধ্যে ‘প্রেম সহজ নয়’ গানটির শৈলী হোক অথবা লিরিক্স আরো হাল্কা ও রসিক হয়েছে। এতে প্রকাশিত হয়েছে প্রেমের প্রতি শুভেচ্ছা ও খোলা মনোভাব। আচ্ছা বন্ধুরা, তাহলে এখন আমি অ্যালবামের শিরোনাম গানটি “আবার ভালোবাসা’ আপনাদেরকে শোনাচ্ছি, কেমন?

২০১৬ সালের ১৪ অক্টোবর তান সেই আন তাঁর চতুর্থ অ্যালবাম প্রকাশ করেন। অ্যালবামে মোট দশটি গান রয়েছে। এর আগে তিন বছর তিনি কোন অ্যালবাম প্রকাশ করেন নি। তিনি অ্যালবামের মাধ্যমে তিন বছরের অভিজ্ঞতা শ্রোতাদের সঙ্গে ভাগাভাগি করতে চান। তিনি “প্যারানয়া” বা মস্তিষ্কবিকৃতি-বিশেষ একটি ধারণা অর্জন করেন। গানে তাঁর অনেক গল্প রয়েছে। আচ্ছা বন্ধুরা, তাহলে আমি অ্যালবাম থেকে ‘আরে, মধু’ গানটি আপনাদেরকে শোনাচ্ছি, কেমন?

অনুষ্ঠানের শেষে আমি আপনাদেরকে তান সেই আনের আরেকটি গান শোনাব। গানের নাম “এটা আমার বিষয় না।”

Share this story on

Messenger Pinterest LinkedIn