ফান ইছেন
ফান ইছেনের আসল নাম ফান ইয়োছেন। তিনি ১৯৭৮ সালের ৩ নভেম্বর চীনের তাইওয়ান প্রদেশের থাইতোং কাউন্টির তোংহোং গ্রামের থাই ইউয়ান গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি চীনের তাইওয়ানের একজন গায়ক ও অভিনেতা।
বন্ধুরা, ফান ইছেনের কথা আমি আপনাদের পরে আরও জানাবো, তবে আজকের ‘তোমার জন্য গান’ অনুষ্ঠানের শুরুতে আমি তাঁর একটি গান আপনাদের শোনাতে চাই, কেমন? গানের নাম “I Believe”। গানটি ছিল ২০০২ সালে মুক্তি পাওয়া দক্ষিণ কোরীয় চলচ্চিত্র “আমার স্যাসি গার্ল”-এর তাইওয়ান সংস্করণের থিম সং। এ গানটির মাধ্যমে তিনি প্রথম মানুষের নজর কাড়েন।
আসলে ২০০১ সালে ফান ইছেন শোবিজ জগতে পা রাখেন। তিনি জনপ্রিয় হন মূলত ২০০২ সালে, নিজের নামে প্রথম অ্যালবাম ‘ফান ইছেন’ প্রকাশ করার মাধ্যমে। অ্যালবামটির কারণে তিনি ১৪তম গোল্ডেন মেলোডি অ্যাওয়ার্ডসে সেরা নতুন শিল্পীর পুরস্কার জেতেন। ২০০৩ সালে তিনি অন্য একটি অ্যালবাম ‘প্রেমে বিশ্বাস’ প্রকাশ করেন। অ্যালবামে লিরিক গান, ব্রিটিশ রক, লোক-পপ এবং জ্যাজ পপ, ইত্যাদি সঙ্গীতশৈলীর ব্যবহার হয়। অ্যালবামটির সংগীত আগের অ্যালবামের চেয়ে বৈচৈত্র্যময় ছিল। এবার তিনি সবার জন্য শুধু একটি সুন্দর প্রেমের গান গাইতে চাননি, বরং একটি সম্পূর্ণ প্রেমভিত্তিক অ্যালবাম প্রকাশ করেন। অ্যালবামের নাম ‘প্রেমে বিশ্বাস’ দিয়েছেন, কারণ তিনি আশা করেন, প্রত্যেক মানুষ প্রেমের উত্থান-পতনের মধ্যেও, প্রেমে বিশ্বাস হারাবে না। কারণ, শুধু প্রেমে বিশ্বাসের মাধ্যমে সত্যিকারের প্রেম পাওয়া যায়।
“আগামীকাল নেই, সাক্ষাতের কোনো ভবিষ্যদ্বাণী নেই। আমার কাছে নেই শ্বাস অব্যাহত রাখার ইচ্ছা। কোনো সময় নেই, নইলে তোমাকে আরও কিছুক্ষণ জড়িয়ে ধরে থাকতে পারতাম। তুমি আরও স্মৃতি সংগ্রহ করে নিজেকে সান্ত্বনা দিতে পারো। আমার চিন্তা একটি ঠান্ডা নেকলেসের মতো। তোমার বুকের কাছে যাওয়া যায় না, এটি নিখুঁত নয়। একসাথে ইচ্ছা করার জন্য আমার বিশ্বাস তোমার কাছে পাঠিয়ে দেই। হয়তো সব পরীক্ষা ব্যথার সীমায় পৌঁছালে অতিক্রম করা যাবে”। বন্ধুরা, কথাগুলো এক চলচ্চিত্রের চীনা ভাষার থিমসং থেকে নেওয়া। গানের নাম ‘ভালোবাসা অনেক দূরে’। গানটি ফান ইছেন ২০০৪ সালের নভেম্বরে প্রকাশিত ‘প্রেমের সূত্র’ অ্যালবামেও রাখা হয়।
২০০৬ সালে ফান ইছেন ‘অব্যক্ত কোমলতা’ নামে অ্যালবাম প্রকাশ করেন। এবার তিনি প্রযোজকও হন। এটি ছিল তাঁর চতুর্থ স্টুডিও অ্যালবাম। এতে মোট ১৩টি গান অন্তর্ভুক্ত করা হয়। এক বছরের বেশি সময়ের প্রস্তুতিতে তাঁর মনের অবস্থা অনেক পরিবর্তিত হয়। পুরো মানুষটা অনেক পরিপক্ব হয়ে ওঠেন। অ্যালবামে তিনি অ্যালবামের শিরোনাম গানসহ বেশ কয়েকটি মূল লিরিক্স ও সংগীত রচনা করার পাশাপাশি প্রথমবারের মতো প্রযোজক হবার চেষ্টা করেন। আচ্ছা বন্ধুরা, তাহলে এখন আমি অ্যালবামের শিরোনাম গান ‘অব্যক্ত কোমলতা’ গানটি আপনাদের শোনাই।
২০০৮ সালে ফান ইছেন চলচ্চিত্র ‘কেইপ নাম্বার সেভেন’-এর মূল চরিত্রে অভিনয় করেন। চলচ্চিত্রের থিম সংও গেয়েছেন তিনি। গানটি ৪৫তম গোল্ডেন হর্স অ্যাওয়ার্ডসে ‘সেরা মূল চলচ্চিত্র গানের পুরস্কার’ জেতে। চলচ্চিত্রটি তাইওয়ানে প্রায় ১২ কোটি ইউয়ানের বক্স অফিস সৃষ্টি করে। আচ্ছা বন্ধুরা, তাহলে এখন আমি আপনাদের সঙ্গে চলচ্চিত্রের থিম সংটি শুনবো, কেমন? গানের নাম ‘সীমান্তের দক্ষিণে’।
ফান ইছেনের আরও দুটো গান দিয়ে আজকের ‘তোমার জন্য গান’ অনুষ্ঠানটি শেষ করছি। গানের নাম ‘একমাত্র গোলাপী ফুল’ এবং ‘বিচরণ’।