বাংলা

ফান ইছেন

CMGPublished: 2024-06-21 16:09:05
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

২০০৬ সালে ফান ইছেন ‘অব্যক্ত কোমলতা’ নামে অ্যালবাম প্রকাশ করেন। এবার তিনি প্রযোজকও হন। এটি ছিল তাঁর চতুর্থ স্টুডিও অ্যালবাম। এতে মোট ১৩টি গান অন্তর্ভুক্ত করা হয়। এক বছরের বেশি সময়ের প্রস্তুতিতে তাঁর মনের অবস্থা অনেক পরিবর্তিত হয়। পুরো মানুষটা অনেক পরিপক্ব হয়ে ওঠেন। অ্যালবামে তিনি অ্যালবামের শিরোনাম গানসহ বেশ কয়েকটি মূল লিরিক্স ও সংগীত রচনা করার পাশাপাশি প্রথমবারের মতো প্রযোজক হবার চেষ্টা করেন। আচ্ছা বন্ধুরা, তাহলে এখন আমি অ্যালবামের শিরোনাম গান ‘অব্যক্ত কোমলতা’ গানটি আপনাদের শোনাই।

২০০৮ সালে ফান ইছেন চলচ্চিত্র ‘কেইপ নাম্বার সেভেন’-এর মূল চরিত্রে অভিনয় করেন। চলচ্চিত্রের থিম সংও গেয়েছেন তিনি। গানটি ৪৫তম গোল্ডেন হর্স অ্যাওয়ার্ডসে ‘সেরা মূল চলচ্চিত্র গানের পুরস্কার’ জেতে। চলচ্চিত্রটি তাইওয়ানে প্রায় ১২ কোটি ইউয়ানের বক্স অফিস সৃষ্টি করে। আচ্ছা বন্ধুরা, তাহলে এখন আমি আপনাদের সঙ্গে চলচ্চিত্রের থিম সংটি শুনবো, কেমন? গানের নাম ‘সীমান্তের দক্ষিণে’।

ফান ইছেনের আরও দুটো গান দিয়ে আজকের ‘তোমার জন্য গান’ অনুষ্ঠানটি শেষ করছি। গানের নাম ‘একমাত্র গোলাপী ফুল’ এবং ‘বিচরণ’।

首页上一页12 2

Share this story on

Messenger Pinterest LinkedIn