চিন ওয়েনছি
২০১৫ সালের ৯ ডিসেম্বর চিন ওয়েনছি নেটইজ ক্লাউড মিউজিকে (NetEase cloud music) স্বাধীনভাবে ‘বিশ্ব কাঁপানো’ গানটি প্রকাশ করেন। গানটির উত্স হয়তো সাধারণ, কিন্তু সহজ নয়। নয় বছরের প্রেম প্রতিরক্ষাহীনতায় শেষ হলো। এটা কারও জন্য অসহ্য ব্যথা। একটি অশ্রুসিক্ত গভীর রাতে গানটির সৃষ্টি হয়েছে। গানটি চিন ওয়েনছি নিজেকে প্রতিকার করে জীবন পুনরায় শুরু করার প্রতীক। গানটিতে তিনি প্রথমবারের মতো নিজের অবিস্মরণীয় অভিজ্ঞতা লিখেন ও গান। একজন পরিপক্ব নারী হোক, অথবা আরো পরিপক্ব সঙ্গীতজ্ঞ হোক, বিশ্বাস করা যায়, চিন ওয়েনছি আরো অত্যাশ্চর্য শিল্প-কর্ম দেখাবেন।
আজকের ‘তোমার জন্য গান’ অনুষ্ঠানের শেষ গান হিসেবে আমি আপনাদেরকে চিন ওয়েনছি’র ‘শিশু’ শীর্ষক গানটি শোনাব।