বাংলা

তুমি আছো, তুমি নেই

CMGPublished: 2024-06-18 15:01:32
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের খুব জনপ্রিয় কণ্ঠশিল্পী ইয়াং লান ই-এর সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তার কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।

ইয়াং লান ই, তিনি নতুন প্রজন্মের অনলাইন গীতিকার এবং নারী কণ্ঠশিল্পী। তিনি প্রধানত চীনের সামাজিক যোগাযোগ মাধ্যমে গান রচনা করেন। ২০২৫ সালের ৩০ মে পর্যন্ত, টিকটকে তাঁর ফলোয়ারের সংখ্যা ২৫ লাখ ছাড়িয়েছে। টিকটকে তিনি ৭৮৮টি গান পোস্ট করেছেন এবং ১ কোটিরও বেশি লাইক পেয়েছেন।

ইয়াং লান ই-এর প্রতিনিধিত্ব গানের মধ্যে রয়েছে ‘এই বিশ্বের একজন সাধারণ মানুষ’, ‘সবচেয়ে গুরুগম্ভীর’, ‘সবচেয়ে কেয়ার করা ব্যাপার।’ এ ছাড়া ইয়াং লান ই-এর আরো অনেক সুন্দর গান আছে, যেমন ‘প্রেম হস্তান্তর’, ‘বাকি জীবন দিয়ে তোমায় ভুলে যাচ্ছি’।

বন্ধুরা, এখন শুনুন ইয়াং লান ই-এর গান ‘তুমি আছো, তুমি নেই।’ গানের কথাগুলো এমন: তারার আলো অশ্রুর মতো, অব্যক্ত আকাঙ্ক্ষা অন্ধকার বৃত্তে পরিণত হয়। শত শত দিন ধরে চলা উদ্দীপনা একটি ঠাণ্ডা ঝাপটায় ভেঙ্গে গেল। ভালোবাসা যতই পুরু হোক না কেন, তা শুধুই কাগজের স্তূপ। তুমি রুমে স্লাইডশোর মত আছো, তুমি আমার চোখে ছড়িয়ে পড়ছো। তুমি তোমার মোবাইল ফোনে আছো, তুমি তোমার ল্যাপটপে আছো, তোমাকে বিচ্ছিন্ন করা যাবে না। গভীর রাতে ব্ল্যাক কফির মতো তুমি, আমার হৃদয়ে আছো। নিদ্রাহীন রাতে আমাকে সঙ্গ দাও, কিন্তু তুমি আমার পাশে নেই।

বন্ধুরা, এখন শুনুন ইয়াং লান ই-এর গান ‘অনেক বেশি’। গানের কথায় বলা হয়, তুমি কি মনে করো স্বাধীনতা মানে সুখ? ভালবাসা দুর্বলতা এবং অর্জনের ভুল। কেন অন্যদের জন্য চিন্তা করো। কিভাবে দেখবো কিভাবে বলবো অনেক অজুহাত অনেক অনেক কারণ আছে। ভালবাসার জন্য, আমি সব বিশ্বাসঘাতকতা। তুমি যদি আমাকে ছেড়ে যেতে চাও, এত ভীরু হওয়া বন্ধ করো।

আচ্ছা, শুনুন এই প্রেমের গানটি।

বন্ধুরা, এখন শুনুন ইয়াং লাই ই-এর কণ্ঠে ‘পরে’। গানের কথায় বলা হয়, পরে আমি অবশেষে শিখেছি কিভাবে ভালবাসতে হয়। এটা দুঃখের বিষয় যে, তুমি ইতিমধ্যে দূরে চলে গেছো এবং মানুষের সমুদ্রে অদৃশ্য হয়ে গেছো। পরে অবশেষে কান্নার মধ্য দিয়ে বুঝতে পারলাম। কিছু মানুষ একবার মিস হয়ে গেলে আর দেখা যাবে না। গার্ডেনিয়া ফুলের সাদা পাপড়ি আমার নীল স্কার্টে পড়েছে। আমি তোমাকে ভালোবাসি, তুমি নরম গলায় বলো। আমি মাথা নিচু করে একটা সুগন্ধি পেলাম। সেই চিরন্তন রাত আমার বয়স যখন সতেরো।

আচ্ছা, শুনুন গানটি।

বন্ধুরা, সুন্দর গান শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এলাম, বিদায় দেওয়ার আগে আপনাদের শোনাতে যাই ইয়াং লান ই-এর গাওয়া আরেকটি সুন্দর গান, গানের নাম ‘গল্পকে মদে পরিণত করি’। আশা করি গানটি আপনাদের ভালো লাগবে।

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী ইয়াং লান ই-এর সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে, গান হবে।

Share this story on

Messenger Pinterest LinkedIn