তুমি আছো, তুমি নেই
বন্ধুরা, এখন শুনুন ইয়াং লাই ই-এর কণ্ঠে ‘পরে’। গানের কথায় বলা হয়, পরে আমি অবশেষে শিখেছি কিভাবে ভালবাসতে হয়। এটা দুঃখের বিষয় যে, তুমি ইতিমধ্যে দূরে চলে গেছো এবং মানুষের সমুদ্রে অদৃশ্য হয়ে গেছো। পরে অবশেষে কান্নার মধ্য দিয়ে বুঝতে পারলাম। কিছু মানুষ একবার মিস হয়ে গেলে আর দেখা যাবে না। গার্ডেনিয়া ফুলের সাদা পাপড়ি আমার নীল স্কার্টে পড়েছে। আমি তোমাকে ভালোবাসি, তুমি নরম গলায় বলো। আমি মাথা নিচু করে একটা সুগন্ধি পেলাম। সেই চিরন্তন রাত আমার বয়স যখন সতেরো।
আচ্ছা, শুনুন গানটি।
বন্ধুরা, সুন্দর গান শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এলাম, বিদায় দেওয়ার আগে আপনাদের শোনাতে যাই ইয়াং লান ই-এর গাওয়া আরেকটি সুন্দর গান, গানের নাম ‘গল্পকে মদে পরিণত করি’। আশা করি গানটি আপনাদের ভালো লাগবে।
শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী ইয়াং লান ই-এর সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে, গান হবে।