যত দ্রুত সম্ভব
সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। এখন শুনবেন ‘তোমার জন্য গান’; আপনাদের সঙ্গে আছি আমি মুক্তা।
বন্ধুরা, শুনছিলেন চাং হুই মেই’র কন্ঠে ‘আত্মার শেষ প্রান্তে’ শীর্ষক গান। ২০০১ সালে তিনি নিজের অষ্টম অ্যালবাম প্রকাশ করেন। একই বছরের অক্টোবরে তিনি নবম অ্যালবাম প্রকাশ করেন। ২০০২ সালে তাঁর ছবি টাইম ম্যাগাজিনের প্রচ্ছদে স্থান পায়। সে-বছর তিনি ত্রয়োদশ তাইওয়ান গোল্ডেন মেলডির শ্রেষ্ঠ নারী কন্ঠশিল্পী হিসেবে পুরস্কার লাভ করেন। ২০০৩ সালে তিনি একাদশ অ্যালবাম প্রকাশ করেন। ২০০৪ সালে তিনি দ্বাদশ অ্যালবাম প্রকাশ করেন। ২০০৬ সালে তিনি ত্রয়োদশ অ্যালবাম প্রকাশ করেন। ২০০৭ সালে তিনি চতুর্দশ অ্যালবাম প্রকাশ করেন। এখন শোনাবো তাঁর কন্ঠে ‘নীরব’ শীর্ষক গান। প্রথমে গানটি গেয়েছেন চীনা নারী কন্ঠশিল্পী না ইং। চাং হুই মেই একটি অনুষ্ঠানে পুনরায় গানটি গেয়েছিলেন। আশা করি, মেই’র কন্ঠে গানটি পছন্দ করবেন আপনারা।
বন্ধুরা, শুনছিলেন চাং হুই মেই’র কন্ঠে ‘সমুদ্রের ডাক শুনি’ শীর্ষক গান। ২ জুলাই তিনি পুনরায় অ্যালবাম প্রকাশ করেন। ২০১৫ সালের ৪ এপ্রিল তাঁর প্রকাশিত অ্যালবামের জন্য তৃতীয় বারের মতো তিনি তাইওয়ানের গোল্ডেন মেলডি অ্যালওয়ার্ডজের শ্রেষ্ঠ নারী কন্ঠশিল্পীর স্বীকৃতি পান। ২০১৭ সালে তিনি একটি সংগীত প্রতিযোগিতায় প্রশিক্ষক হিসেব অংশ নেন। এখন শোনাবো তাঁর কন্ঠে ‘আসলে তুমি কিছু চাও না’ শীর্ষক গান। গানটি ১৯৯৫ সালে রিলিজ হয়। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।
বন্ধুরা, শুনছিলেন চাং হুই মেই’র কন্ঠে ‘আসলে তুমি কিছু চাও না’ শীর্ষক গান। এখন আমি আপনাদেরকে নারী কন্ঠশিল্পী ছেং লিন'র কন্ঠে 'মায়ের চুম্বন' শীর্ষক গান শোনাবো। তিনি ১৯৬৭ সালের ১৫ অক্টোবর হ্যনান প্রদেশের লুওইয়াং শহরে জন্মগ্রহণ করেন। তিনি পপ সংগীতশিল্পী ও চীনা লোকবাদ্যযন্ত্র এরহু'র বাদক। ১৯৭৮ সালে তিনি চীনা নৌবাহিনীর রাজনৈতিক বিভাগের গান ও নাচ দলে যোগ দেন। চলুন, আমরা একসঙ্গে গানটি শুনবো।
প্রিয় শ্রোতা, এতোক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়।
আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান।