বাংলা

‘নিংসিয়া’

CMGPublished: 2024-06-17 10:49:23
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বেইজিং থেকে চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। এখন শুনবেন ‘তোমার জন্য গান’। আপনাদের সঙ্গে আছি আমি মুক্তা। সবাই ভালো আছেন তো? আশা করছি আপনারা সুস্থ আছেন এবং আনন্দে দিন কাটাচ্ছেন।

বন্ধুরা, শুনছিলেন লিয়াং চিং রু’র কন্ঠে ‘উষ্ণ’ শীর্ষক গান। ২০০৫ সালে তিনি ওয়ার্ল্ড কনসার্ট আয়োজন করেন। আর একই বছর তিনি 'প্রজাপতি' গানের জন্য তাইওয়ানের শ্রেষ্ঠ গায়িকার পুরস্কার লাভ করেন। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘রেশমপথ’ শীর্ষক গান শোনাবো। গানটি ২০০৬ সালে রিলিজ হয় এবং তাঁর একই নামের অ্যালবামে অন্তর্ভুক্ত হয়। তাইওয়ানের বিখ্যাত কন্ঠশিল্পী ওয়াং লি হং গানটি’র সুর রচনা করেন এবং কথা লিখেছেন। চলুন, আমরা একসঙ্গে গানটি শুনবো।

বন্ধুরা, আপনারা শুনছিলেন লিয়াং চিং রু’র কন্ঠে কয়েকটি গান। এখন আমি আপনাদেরকে চীনের তাইওয়ানের একজন নারী-কন্ঠশিল্পীর সঙ্গে পরিচয় করিয়ে দেবো। তিনি হলেন চাং হুই মেই। তিনি ১৯৭২ সালের ৯ অগাষ্ট চীনের তাইওয়ানের তাইতুং জেলার পেইনান থানার থাইআন সম্প্রদায়ে জন্মগ্রহণ করেন। তিনি তাইওয়ানের সংখ্যালঘু জাতির একজন নারী কন্ঠশিল্পী। তাঁর কন্ঠে ‘আমার প্রিয়’ শীর্ষক গানটি এখন আপনাদের শোনাবো। গানটি ২০১১ সালে রিলিজ হয়। গানটি সে-বছর ‘মিউজিক রেডিও’র বার্ষিক শ্রেষ্ঠ ম্যন্ডারিন গান হিসেবে স্বর্ণপদক লাভ করে। চলুন, আমরা একসঙ্গে গানটি শুনবো।

বন্ধুরা, শুনছিলেন চাং হুই মেই আমেই’র কন্ঠে ‘আমার প্রিয়’ শীর্ষক গান। ১৯৯৬ সালে তিনি নিজের প্রথম অ্যালবাম প্রকাশ করেন। অ্যালবামটি বিক্রি হয় রেকর্ডসংখ্যক। এখন শোনাবো তাঁর কন্ঠে ‘যত তাড়াতাড়ি সম্ভব’ শীর্ষক গান। গানটি ২০০০ সালে রিলিজ হয়। গানটি এখনও চীনে খুবই জনপ্রিয়। গানটিতে ব্যর্থ প্রেমের গল্প বলা হয়েছে। অনেক বিখ্যাত কন্ঠশিল্পী চাং হুই মেই’র গানটি পুনরায় গেয়েছেন। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

প্রিয় শ্রোতা, এতোক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান।

Share this story on

Messenger Pinterest LinkedIn