বাংলা

ভালোবাসার তুষার

CMGPublished: 2024-06-12 14:43:49
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

ইয়ুন ফেই ফেই, ১৯৮৫ সালের ১১ ফেব্রুয়ারি চীনের আনহুই প্রদেশের হুয়াই নান শহরে জন্মগ্রহণ করেন। তিনি হলেন চীনের মূল ভূভাগের একজন নারী কণ্ঠশিল্পী। ২০০৯ সালে তাঁকে চীনের শিশু দাতব্য কাজে বিশেষ অবদানকারী হিসেবে মর্যাদা দেওয়া হয়।

২০১১ সালের ২৮ ফেব্রুয়ারিতে ইয়ুন ফেই ফেই ‘বাতাসের অনুভূতি মেঘ জানে’ গানটি প্রকাশ করেন। ২০১৩ সালের এপ্রিল মাসে ইয়ুন ফেই ফেই আনুষ্ঠানিকভাবে সংগীত কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষর করে সংগীত মহলে যোগ দেন। ২০১৫ সালের ৭ মে, ইয়ুন ফেই ফেই-এর অ্যালবাম ‘ইয়ুন ফেই ফেই’ প্রকাশ করেন।

বন্ধুরা, এখন শুনুন ইয়ুন ফেই ফেই-এর গান ‘ভালোবাসার তুষার।’ গানের কথাগুলো এমন: ভালবাসার তুষার টুকরো। গোলাপের তীব্রতা মিশ্রিত। আমি সত্যিই এটা দিতে চাই প্রতি বছর ভালোবাসা দিবসে। ঠান্ডা বাতাসের দমকা। তুষার দীর্ঘ রাত উড়িয়ে সেই উষ্ণ কফি হাউস আর মোমবাতি আর গান নেই। ভালোবাসার শেষ টুকরো তুষার। তোমার সহজেই উপেক্ষা করা হয়। এই রাস্তায় চুপচাপ হেঁটে যাও। আবেগপূর্ণ ভালবাসা সর্বদা বিচ্ছেদকে কষ্ট দেয়।

আচ্ছা, শুনুন এই গান।

বন্ধুরা, এখন শুনুন ইয়ুন ফেই ফেই-এর গান ‘তুমি আমার’। গানের কথাগুলো এমন: তোমায় ভেবে, মনে মনে আমার স্বপ্নে তোমার আসার অপেক্ষায়। আমার হৃদয় বুঝতে পারে। তুমি ইতিমধ্যে আমার হৃদয়ে আছো। আমি চাই না ভালোবাসা দমকা হাওয়ায় পরিণত হোক। তোমার প্রেমে পড়তে আমার এক মিনিট লেগেছে। তোমাকে জড়িয়ে ধরি কিন্তু আমার জীবনে তোমার জন্য সরানো। তুমি আমাকে পরিষ্কার আকাশ দাও। আমি শুধু আশা করি এই জীবনে আর ধোঁয়াশা থাকবে না।

বন্ধুরা, এখন শুনুন ইয়ুন ফেই ফেই-এর গান ‘এই রাস্তা। এই গানে ইয়ুন ফেই ফেই-এর সাথে দ্বৈত কণ্ঠে দিয়েছেন পুরুষ কণ্ঠশিল্পী লেং মো। গানের কথাগুলো এমন: অনেকদিন ধরে এই রাস্তা দিয়ে হাঁটছি না। কারণ আমি আমার চিন্তা স্পর্শ করার সাহস করি না। আমি তোমার কাছে অনেক ঋণী। আমার শুধু দুঃখিত বলার সুযোগ ছিল না। এদিনে কখনো ভাবিনি। এই রাস্তায় তোমার সঙ্গে আবার দেখা হবে। তোমার বিষণ্ণ চোখের দিকে তাকাতে সাহস পাচ্ছি না। আমি যতই আবেগ অনুভব করি না কেন, এটি নীরবতায় পরিণত হয়।

আচ্ছা, শুনুন গানটি।

বন্ধুরা, সুন্দর গান শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এলাম, বিদায় দেওয়ার আগে আপনাদের শোনাচ্ছি ইয়ুন ফেই ফেই-এর গান ‘ভালোবাসা একটি বৃষ্টি।’ আশা করি গানটি আপনাদের ভালো লাগবে।

Share this story on

Messenger Pinterest LinkedIn