বৃষ্টিতে
বন্ধুরা, শুনছিলেন চু হুয়া’র কন্ঠে ‘আবারও বসন্তের বাতাস’ শীর্ষক গান। এখন আমি আপনাদেরকে ‘নববর্ষ এসেছে’ শীর্ষক গান শোনাবো; গেয়েছেন নারী কন্ঠশিল্পী চু মিং ইং। তিনি ১৯৫০ সালের ২২ মে শানতুং প্রদেশের লিনই জেলার ত্যফিং থানায় জন্মগ্রহণ করেন। তিনি হলেন চীনের বিখ্যাত কন্ঠশিল্পী ও নৃত্যশিল্পী। ১৯৮৬ সালে তিনি জাতীয় প্রথম পর্যায়ের অভিনেত্রীর মর্যাদা লাভ করেন। তিনি বিভিন্ন দেশে গান গেয়েছেন। এর মধ্যে বাংলা গানও আছে।
বন্ধুরা, শুনছিলেন চু মিং ইং’র কন্ঠে ‘আবারও বসন্তের বাতাস’ শীর্ষক গান। এখন আমি আপনাদেরকে নারী কন্ঠশিল্পী চৌ রুই’র কন্ঠে ‘ভালোবাসার ফিরে আসা’ শীর্ষক গান শোনাবো। গানটি একই নামের টিভি সিরিজের থিম সং। টিভি সিরিজে সব গান তিনি গেয়েছেন। তাঁর কন্ঠ সুন্দর ও মিষ্টি। এ গানটি গাওয়ার পর তিনি চীনে বিশেষভাবে জনপ্রিয় হয়ে ওঠেন। এরপর তিনি অনেক টিভি সিরিজ ও চলচ্চিত্রে কন্ঠ দিয়েছেন। আশা করি, বন্ধুরা ‘ভালোবাসার ফিরে আসা’ শীর্ষক গান পছন্দ করবেন।
প্রিয় শ্রোতা, এতোক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়।
আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান।