বাংলা

‘একাই হাঁটছি’

CMGPublished: 2024-06-06 18:58:49
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের খুব জনপ্রিয় কণ্ঠশিল্পী ওয়াং সিয়াও সুয়াই-এর সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তার কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।

ওয়াং সিয়াও সুয়াই, ১৯৯৭ সালের ১৮ মার্চ চীনের কুই চৌ প্রদেশে জন্মগ্রহণ করেন। তিনি হলেন চীনের মূল ভূভাগের একজন পুরুষ কণ্ঠশিল্পী। তিনি বেশ ভালো গিটার বাজাতে পারেন।

২০১৯ সালের মার্চ মাসে, ওয়াং সিয়াও সুয়াই ইন্টারনেটে জনপ্রিয় গান ‘সম্প্রতি’, ‘আমি তাকে ভালোবাসি’, ‘একাকীত্বের কারণে তোমার কথা মিস করা তা নয়’ পুনরায় গেয়ে সবার কাছে পরিচিত হয়ে ওয়েন। এরপর তিনি ব্যক্তিগত গান ‘তোমার মাথার ওপরের বাতাস’ প্রকাশ করেছেন।

বন্ধুরা, এখন শুনুন ওয়াং সিয়াও সুয়াই-এর গান ‘একাই হাঁটছি’। গানের কথায় বলা হয়, আমি একাই যাই। জনাকীর্ণ রাস্তায় উত্তাল ভিড়। আমার জন্য কেউ থামে না। আমি একা যাই নির্জন রাস্তায়। একা একা খাওয়া-দাওয়া। আমি একাই শেষ পর্যন্ত যাই। যখন আমি তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি। কিন্তু তুমি তার প্রেমে পড়ে যাও।

আচ্ছা, শুনুন এই গানটি।

বন্ধুরা, এখন শুনুন ওয়াং সিয়াও সুয়াই-এর গান ‘জন্মস্থানের চাঁদ সবচেয়ে উজ্জ্বল’। গানের কথায় বলা হয়, বিদেশের মাটিতে ঘুরে বেড়াই, বাড়ি না দেখে পৃথিবীর শেষ প্রান্তের দিকে তাকিয়ে নিখোঁজ স্বজনদের জন্য হাজারো কান্না। পাহাড় সবুজ, বিশাল জল, বরফের আয়না জনশূন্যতা প্রতিফলিত করে। স্বপ্ন থেকে জেগে উঠলে বুঝতে পারি আমি অতিথি।বাবা ও মা অনুপস্থিত। আহ, চাঁদ বাড়ির চাঁদ। ফুল হচ্ছে স্বদেশের সুবাস। সবচেয়ে সুন্দর জিনিস হল পারিবারিক ভালবাসা। অবিস্মরণীয় আমার জন্মভূমি।

আচ্ছা, শুনুন গানটি।

বন্ধুরা, এখন শুনুন ওয়াং সিয়াও সুয়াই-এর কণ্ঠে ‘একাকী ভুল’ গানটি। গানের কথাগুলো এমন: আমি মাতাল হয়ে ফুলের দিকে তাকিয়ে আছি, মনের গভীরে একাকীত্ব আছে। কিন্তু সময় বোঝে না প্রেমের যন্ত্রণা। মাতাল একটি ভাল সমাপ্তি আছে, জেগে উঠে সব শেষ হয়ে যায়। ভালোবাসা কিভাবে এত গভীর হতে পারে যে তা অবিস্মরণীয় নয়? কুয়াশায় দেখি কি ফুল প্রেম হয়ে গেছে। জীবন-মৃত্যুর বিশাল জগৎ মানুষকে সরাসরি উত্থান-পতন শেখায়। মোহগ্রস্ত ব্যক্তিকে নিয়ে স্বপ্ন দেখা, স্বপ্ন থেকে জেগে ওঠে সবচেয়ে অসহায়। প্রেমের এই যাত্রার সবচেয়ে কঠিন অংশ হল একাকীত্ব।

আচ্ছা, শুনুন এই গান।

বন্ধুরা, সুন্দর গান শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এলাম, বিদায় দেওয়ার আগে আপনাদের শোনাতে চাই ওয়াং সিয়াও সুয়াই-এর আরেকটি গান, গানের নাম ‘সম্প্রতি’। আশা করি গানটি আপনাদের ভালো লাগবে।

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী ওয়াং সিয়াও সুয়াই-এর সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে, গান হবে।

Share this story on

Messenger Pinterest LinkedIn