বাংলা

' প্রেমের গান ১৯৮০'

CMGPublished: 2024-06-03 10:31:39
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বেইজিং থেকে চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। এখন শুনবেন ‘তোমার জন্য গান’। আপনাদের সঙ্গে আছি আমি মুক্তা।

বন্ধুরা, আপনারা শুনছিলেন চীনের তাইওয়ানের কন্ঠশিল্পী লুও দা ইয়ৌ’র কন্ঠে ‘প্রেমের গান ১৯৮০’ শীর্ষক গান। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে 'সময়ের গল্প' নামের গান শোনাবো। তিনি ১৯৫৪ সালের ২০ জুলাই চীনের তাইওয়ানের তাইপেই শহরে জন্মগ্রহণ করেন। তিনি একজন গীতিকার, কন্ঠশিল্পী, সংগীতজ্ঞ ও লেখক। ১৯৭২ সালে তিনি ছিলেন একটি শিক্ষার্থী ব্যান্ডের কিবোর্ড প্লেয়ার। ১৯৭৪ সালে তিনি প্রথম সংগীত রচনা করেন। আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে তাঁর কন্ঠে 'সময়ের গল্প' নামের গান শোনাবো। গানটি ১৯৮১ সালে রিলিজ হয়। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন লি শুয়াং চিয়াংয়ের কন্ঠে 'জাহাজের গান'। এখন আমি আপনাদেরকে নারী কন্ঠশিল্পী লি ইউ ছুন’র কন্ঠে ‘হাজার বছরের ভ্রমণ’ শীর্ষক গান শোনাবো। গানটি ২০১৬ সালে রিলিজ হয়। গানটি একটি টিভি শো’র থিম সং। গানটিতে চীনের ঐতিহ্যগত সংগীতের বৈশিষ্ট্য দেখা যায়। চলুন, আমরা গানটি শুনবো।

বন্ধুরা, শুনছিলেন স্যু সংয়ের কন্ঠে 'যদি তখন' শীর্ষক গান। ২০১০ সালের ৬ জানুয়ারি তিনি দ্বিতীয় অ্যালবাম প্রকাশ করেন। সে-বছর তাঁর নিজের রচিত সংগীত টেনসেন্ট বার্ষিক শ্রেষ্ঠ দশ সংগীত নামতালিকায় অন্তর্ভুক্ত হয়। ২০১১ সালে তিনি তৃতীয় অ্যালবাম প্রকাশ করেন। ২০১৪ ও ২০১৬ সালে তিনি পঞ্চম ও ষষ্ঠ অ্যালবাম প্রকাশ করেন। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে 'ছিংমিং উত্সবে বৃষ্টি' শীর্ষক গান শোনাবো। তিনি গানটির সুর করেন এবং কথাও লিখেছেন। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

প্রিয় শ্রোতা, এতোক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান।

Share this story on

Messenger Pinterest LinkedIn