বাংলা

আ কৌ চি ছু’

CMGPublished: 2024-05-30 10:00:15
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

আজকের অনুষ্ঠানে চীনের একজন জনপ্রিয় গায়কের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো, তার নাম হাই লাই আ মু। তিনি ইন্টারনেটে গান প্রকাশের মাধ্যমে আত্মপ্রকাশ করেন। চীনের ছোট ভিডিও ও সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্মে তার গানগুলো অনেক জনপ্রিয়। বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমরা একসঙ্গে তার কিছু সুন্দর গান শুনবো। অনুষ্ঠানের শুরুতে শুনুন লিন ইয়ো চিয়ার একটি সুন্দর গান ‘ভাগ্য’।

হাই লাই আ মু ১৯৯৩ সালে সি ছুয়ান প্রদেশের কানলৌ গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ই জাতির মানুষ। ই জাতির মানুষ তাদের গান গাওয়ার দক্ষতার জন্য পরিচিত। হাই লাই আ মুও ব্যতিক্রম নন। তবে দরিদ্র পরিবারের জন্য তিনি কিছুই সংগীত প্রশিক্ষণ নেননি, আর মাত্র ১৬ বছর বয়সে তিনি স্কুল থেকে ছেড়ে গেছেন। গান গাইতে চাইলেও জীবনের চাপে হাই লাই আ মু একজন ট্রাক চালক হয়েছেন, পরে তিনি বিয়ে করেছেন। তার স্ত্রী তাকে বলেন, যখন গান গাও তখন খুব কমনীয়। স্ত্রীর উত্সাহে হাই লাই আ মু কাজের পাশাপাশি গান গাইতে শুরু করেন।

২০১৩ সালে নিজের সংগীত স্বপ্নের জন্য হাই লাই আ মু একটি সংগীত প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। তার প্রতিযোগিতা সুষ্ঠুভাবে চলেছে, তবে অপ্রত্যাশিত ব্যাপার ঘটে---তার মেয়ে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়ে, মেয়ের চিকিত্সা ও যত্ন নেওয়ার জন্য তাকে প্রতিযোগিতা ছেড়ে দিতে হয়। কিন্তু শেষ পর্যন্ত তার মেয়ে মারা গেছে। মেয়ের মৃত্যু হাই লাই আ মু’র মনের একটি দাগ যে নিরাময় করতে পারে না। মেয়ে আ কৌ’র স্মরণে তিনি গান ‘আ কৌ চি ছু’ লিখেছেন। ২ বছর পর তিনি যথেষ্ট অর্থ সঞ্চয় করে গানটি তৈরি ও প্রকাশ করেছেন। গানের আন্তরিক ও সরল অনেক মানুষকে মুগ্ধ করেছে। বন্ধুরা, এখন একসঙ্গে শুনবো হাই লাই আ মু’র এই সুন্দর গান ‘আ কৌ চি ছু’।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn