চিন রুনচি
২০২২ সালের ১১ মে চিন রুনচি টিভি নাটক “যুদ্ধের শিখায় প্রেমের” জন্য গাওয়া গান “অতল” প্রকাশিত হয়। গানটি একই দিন প্রকাশিত অ্যালবাম ‘টিভি সাউন্ডট্র্যাকে’ অন্তর্ভুক্ত করা হয়। তাহলে বন্ধুরা, নিশ্চয়ই এখন আমি “অতল” গানটি আপনাদের শোনাব।
২০২৩ সালের ১০ এপ্রিল চিন চলচ্চিত্র “মহাসাগর উদ্ধারের” জন্য থিমসং গান। গানটি পাশাপাশি তাঁর একই নামের অ্যালবামে রাখা হয়। গানের কথাগুলো এমন হয়: সারারাত ঢেউ গাইতে থাকে। নিঃসঙ্গতা আমার সাথে দেখতে থাকে। উদ্বিগ্নভাবে ঘুরে বেড়ায় এবং অবিরাম অপেক্ষা করি। আমি এই সাগর পাড়ি দিতে চাই। বাতিঘরের আলো ঠিক অন্য দিকে।
গান শুনতে শুনতে বিদায়ের সময় চলে এসেছে। তাহলে আজ ‘তোমার জন্য গান’ অনুষ্ঠানের শেষ গান হিসেবে আমি আপনাদের চিন রুনচি’র আরেকটি গান শোনাব। গানের নাম ‘বৃষ্টির অনুভূতি’।