‘শ্বাস ও ভালবাসা’
এখন শুনুন ‘বিড়ালের বন’ গানটি। গানে বলা হয়েছে, বাতাস দূর থেকে ঘুমের মধ্যে শহরের ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। স্বপ্নে তোমাকে দেখেছি, আমার জগতে প্রবেশ করেছো। স্বপ্নে আমি একাকি একটি প্রজাপতি। তুমিও একলা মেঘ, একলা আমাকে দেখেছো। তোমার সঙ্গে যেকোন জায়গা যাওয়া যায়।
‘নার্গিস ফুলের মত প্রেম’ গানে বলা হয়, তুমি বলেছো আমি নার্গিস ফুলের মত ঠান্ডা। শীতকালে কেবল আমার হাসিমুখ দেখা যায়। তুমি বলেছো আমি একটি পৌরাণিক কাহিনীর জন্য অপেক্ষা করছি। কিন্তু এ কাহিনী কখনো হবে না। তুমি বলেছো তোমার জন্য আমাকে পরিবর্তন করতে হবে। আমাকে গ্রীষ্মকালে ফুটে থাকতে হয়। কিন্তু ভুলে যেও না, আমি নার্গিস ফুল। তুষার আমার বসন্ত।
এখুন শুনুন ‘জেগে থাকা সমুদ্র’ গানটি। গানে বলা হয়েছে, ঘুম না আসা রাতের মধ্যে সমুদ্র দেখে মনে হয় সুদূর থেকে তোমার নিশ্বাসের আওয়াজ শুনতে পারি। আমি সমুদ্রের কাছে দৌড়ে যেতে চাই। সমুদ্রের তীরে নিজের বেদনার কথা বলি। কেন তুমি বিশ্বাস করো না, আমি সত্যি তোমার জন্য অনুভব করি, তোমাকে ভালবাসি।
প্রিয় শ্রোতা, গান শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এলাম। তবে বিদায় নেওয়ার আগে চিন হাই শিন-এর আরেকটি গান শোনাবো। ‘জুতা ফেলে দেই’ গানে বলা হয়, আমি ছাদের ওপরের ঘুঘু পাখির মত উড়তে চাই। আমি নদ-নদী পার হয়ে তোমার কাঁধে থামতে চাই। তোমার যদি মন খারাপ, তাহলে আমার গান শুনো। আমি তোমার প্রেমের কথাগুলো ভালবাসা মানুষের কাছে পৌঁছে দেবো। তাহলে তুমি আর কখনো মনে মনে কাঁদবে না।