লাই মেইইয়ুন
২০২০ সালের ১ জানুয়ারি লাই মেইইয়ুন একক গান ‘পালসার’ প্রকাশ করেন। গানটি ১০০টি পালসারের সংকেত অনুযায়ী তৈরী করা হয়। গানটিতে হাজার হাজার আলোকবর্ষ দূরে থেকে বার্তা শোনার প্রত্যাশা করা হয়। একই বছর লাই মেইইয়ুন বেশ কয়েকটি একক গানও প্রকাশ করেছেন। ২৩ জুন লিমিটেড গ্রুপ ‘রকেট গার্লস ১০১’ আনুষ্ঠানিকভাবে ভেঙ্গে দেওয়া হয়। লাই মেইইয়ুন একক স্টুডিও প্রতিষ্ঠা করে, একক গান ‘মেয়ে ও রাজমুকুট’ প্রকাশ করেন। তিনি অব্যাহতভাবে সংগীত মহলে চেষ্টা চালান। তিনি রকমারী অনুষ্ঠান, কার্টুন ও টিভি নাটকের জন্য কয়েক ডজন থিমসং বা গানে কণ্ঠ দেন। বন্ধুরা, এখন আমি লাই মেইইয়ুনের ইন্টারনেট নাটকের জন্য গাওয়া একটি গান আপনাদের শোনাব, কেমন? গানের নাম ‘ভবিষ্যৎ চিহ্ন ব্যবহার করে’। একই সঙ্গে শোনাব, টিভি নাটকের জন্য কণ্ঠ দেয়া তার ‘আগের মতোই’ গানটি।
গান শুনতে শুনতে বিদায়ের সময় চলে এসেছে। তাহলে আজ ‘তোমার জন্য গান’ অনুষ্ঠানের শেষ গান হিসেবে আমি আপনাদেরকে লাই মেইইয়ুনের আরেকটি গান শোনাবো। গানের নাম ‘রাতের আলো’। গানটিও একটি টিভি নাটকের শেষ গান এবং এটি ২০২০ সালের ২৭ নভেম্বরে প্রকাশিত হয়।