সবচেয়ে রোমান্টিক ব্যাপার’
১৯৯৪ সালে চাও ইয়ং হুয়া অ্যালবাম ‘আমার ভালোবাসা, আমার স্বপ্ন, আমার বাসা’ প্রকাশ করেন। এটা তার সবচেয়ে সফল একটি অ্যালবাম। অ্যালবামের গান ‘সবচেয়ে রোমান্টিক ব্যাপার’ তার সবচেয়ে জনপ্রিয় ও প্রতিনিধিত্বকারী একটি গান হয়ে উঠেছে। আপনার মতে জীবনের সবচেয়ে রোমান্টিক ব্যাপার কী? এই গানের কথায় লেখা হয়: আমার মনে সবচেয়ে রোমান্টিক ব্যাপার হল তোমার সঙ্গে বৃদ্ধ হয়, যখন খুব বয়স্ক যে কোথাও যেতে পারি না, তখন একসঙ্গে দোলান-চেয়ারে বসে আড্ডা করি। গানটি চীনা সংগীত মহলের একটি ক্লাসিক গান, এখন পর্যন্ত গানটি বারবার গাওয়া হয়। বন্ধুরা, এখন একসঙ্গে চাও ইয়ং হুয়ার গান ‘সবচেয়ে রোমান্টিক ব্যাপার’ শুনবো।গান ৫
‘সবচেয়ে রোমান্টিক ব্যাপার’ এই গান জনপ্রিয় হওয়ার পর চাও ইয়ং হুয়ার ক্যারিয়ারও শিখরে পৌঁছেছে। তার গান তাইওয়ানের পাশাপাশি বিদেশেও জনপ্রিয় হয়েছে। তিনি যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়ার অনেক শহরে পারফর্ম করেছেন। ১৯৯৭ সালে তিনি যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেস, লাস ভেগাস ইত্যাদি শহরে কনসার্ট আয়োজন করেছেন। ২০০১ সাল থেকে গান গাওয়া ছাড়া চাও ইয়ং হুয়া টিভি নাটকে অভিনয় করা শুরু করেন, এটাও দর্শকদের প্রশংসা পেয়েছে। বন্ধুরা, এখন শুনুন চাও ইয়ং হুয়ার একটি টিভি নাটকের জন্য গাওয়া খুব জনপ্রিয় একটি গান ‘হাসির পেছনের গোপন’।গান ৬
বন্ধুরা, অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা একসঙ্গে চাও ইয়ং হুয়ার আরেকটি সুন্দর গান ‘কোনো আফসোস নেই’ শুনবো। আশা করি, আপনারা তার গানগুলো পছন্দ করবেন।গান ৭
বন্ধুরা, আজকের অনুষ্ঠান তাহলে এখানেই শেষ করছি। আশা করি, আমাদের অনুষ্ঠানে প্রচারিত গানগুলো আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন ও সুস্থ থাকুন। আবার কথা হবে। চাই চিয়ান।