বাংলা

গাছ পড়ি

CMGPublished: 2024-05-06 10:33:18
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। এখন শুনবেন সঙ্গীতানুষ্ঠান ‘তোমার জন্য গান’। আর এ অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি মুক্তা।

বন্ধুরা, আপনারা শুনছিলেন কন্ঠশিল্পী ওয়াং চুন খাইয়ের কণ্ঠে ‘’ শীর্ষক গান। এখন শুনবেন আমার প্রিয় একটি গান। গানের কথাগুলো এরকম: '...এ গান তোমাকে আনন্দ দিতে পারে। তুমি কি আমাকে ভালোবেসেছো? আমার সঙ্গে নাক, চোখ এবং কান চলাফেরা করে। চতুর ও সুদর্শন বিভিন্ন শৈলী রয়েছে। ক্রমবর্ধমান যন্ত্রণা কী? জুতা পরিষ্কার করি, নতুন পোশাক পরি। আমি সাহসী, শক্তিতে ভরপুর। আমি সাহস নিয়ে প্রতিটি জায়গায় যাচ্ছি। আস্থা এ বিশ্বে আমাকে উজ্জ্বল করে। এ মঞ্চ আমার অবস্থানের কারণে উজ্জ্বল। আমার জন্য বিশ্ব উজ্জ্বল হয়। সাহস নিয়ে আগামীকালে প্রবেশ করি। আমার সঙ্গে তুমি থাকায় আমার চলার পথ সাহসে ভরপুর।...

আচ্ছা, এখন আমরা একসঙ্গে গানটি শুনবো।

বন্ধুরা, শুনছিলেন ‘নতুন সেমিস্টারের প্রথম ক্লাস’ শীর্ষক গান। TFBOYS-এর ওয়াং চুন খাই ১৯৯৯ সালের ২১ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন, ওয়াং ইউয়ান ২০০০ সালের ৮ নভেম্বর জন্মগ্রহণ করেন, আর ই ইয়াং ছিয়ান সি ২০০০ সালের ২৮ নভেম্বরে জন্মগ্রহণ করেন। ২০১৩ সালে ব্যান্ডটি প্রতিষ্ঠিত হয়। ২০১৩ সালের ১৮ অক্টোবর তাঁরা প্রথম অ্যালবাম প্রকাশ করেন। এখন শোনাবো তাঁদের কন্ঠে ‘চাইলে গান গাইবো’ শীর্ষক গান। গানটি ২০১৪ সালে রিলিজ হয়। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, আপনারা শুনছিলেন টিএফবয়েসের ‘চাইলে গান গাইবো’ শীর্ষক গান। ২০১৭ সালে ওয়াং চুন খাই বেইজিং চলচ্চিত্র একাডেমি থেকে স্নাতক হন। ২০১৫ সালের জুলাই মাসে তিনি ‘চীনের জাতীয় শিক্ষার্থী ফেডারেশনের ২৬তম প্রতিনিধি সম্মেলন’-এ অংশ নেন। ২০১৬ সালের অগাষ্ট মাসে তিনি নিজের রচিত গান প্রকাশ করেন। এখন আমি আপনাদেরকে যে গানটি শোনাবো, তার শিরোনাম ‘গাছ পড়ি’। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn