বাংলা

ওয়ান ম্যান শো

CMGPublished: 2024-05-06 10:36:20
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। এখন শুনবেন সঙ্গীতানুষ্ঠান ‘তোমার জন্য গান’। আর এ অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি মুক্তা।

বন্ধুরা, আপনারা অনুষ্ঠানের শুরুতে শুনছিলেন চীনের তাইওয়ানের নারী কন্ঠশিল্পী স্যু রু ইউন’র কন্ঠে ‘ওয়ান ম্যান শো’ শীর্ষক গান। তার আসল নাম হল স্যু হং স্যিউ। তিনি ১৯৭৪ সালের ২০ সেপ্টেম্বর চীনের তাইওয়ানে জন্মগ্রহণ করেন। তার কণ্ঠের নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে। ১৯৯৫ সালে তিনি প্রথম অ্যালবাম প্রকাশ করেন। এ পর্যন্ত তিনি মোট ১৬টি অ্যালবাম প্রকাশ করেছেন। ২০১৩ সালে তিনি দক্ষিণ কোরিয়ার এক নাগরিককে বিয়ে করেন। এখন শোনাবো তাঁর কন্ঠে ‘যদি মেঘ জানে’ শীর্ষক গান। আশা করি, বন্ধুরা, গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, আপনারা নারী কন্ঠশিল্পী স্যু রু ইউন’র কন্ঠে ‘যদি মেঘ জানে’ নামের গান শুনছিলেন। এখন আমি তাঁর কন্ঠে ‘হঠাত্ তোমাকে ভালোবাসতে চাই’ নামের গানটি শোনাতে চাই। গানটির কথা এমন: ‘হঠাত্ তোমাকে ভালোবাসতে চাই এ অন্ধকার রাতে। তোমার পিঠের ওপর চোখ রাখলে আমার হৃদয় ছুঁয়ে যায়। হঠাত্ তোমাকে ভালোবাসতে চাই এ ভিড় জনতায়। তোমার পছন্দের গান গাইছি, তুমি আমার হৃদয় দখল করে আছো। আমি চরম পাগলামি করতে ভালোবাসি, হৃদয়ে ভালোবাসার অভাব। ভালোবাসার ঝড়ে ঘুড়ির মতো পথ হারিয়ে গেছে। আমি এমনকি শ্বাস নিতে ভুলে গেছি। এখন তুমি আমাকে ভালোবাসার অনুভূতি জানিয়েছো।’

আচ্ছা, বন্ধুরা, এখন আমরা একসঙ্গে গানটি শুনবো।

বন্ধুরা, শুনছিলেন ইয়াং চং ওয়েই’র কন্ঠে ‘পেঁয়াজ’ শীর্ষক গান। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘একবার যথেষ্ট’ শীর্ষক গান শোনাবো। গানটির কথা এমন: ‘তোমাকে হাসতে দেখতে চাই, তোমার সঙ্গে খেলতে চাই, তোমাকে আলিঙ্গন করতে চাই। এখন আমরা ঝগড়া করি, পরবর্তী সেকেন্ডেই আবার মিলিত হই। তোমার কান্না দেখে ভয় লাগে না, ঝগড়া করতেও ভয় লাগে না। কারণ, তুমি হলে আমার অহংকার। দু’চোখ তোমার শরীরে থাকে, আমার হৃদয় অনেক আগেই প্রস্তুতি নিয়েছে। একবার যথেষ্ট যে আমি তোমাকে নিয়ে ভ্রমণ করতে চাই। রৌদ্রোজ্জ্বল দিনে আমরা হাসি ও আনন্দে থাকব। তোমাকেই শুধু আমি চাই। বিশ্ব খুবই ছোট, আমি তোমার সঙ্গে সারা বিশ্ব ভ্রমণ করতে চাই। যেখানে দুঃখ নেই, সেখানে থাকবো। আমি তোমার সঙ্গে ভাবনাহীন সময়ে আস্তে আস্তে বৃদ্ধ হবো। তুমি কি জানো যে, আমার হৃত্স্পন্দন তোমার সঙ্গেই থাকে?’

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn