বাংলা

‘বৃষ্টিমানব’

CMGPublished: 2024-04-24 19:34:27
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের খুব জনপ্রিয় কণ্ঠশিল্পী চৌ হুয়া চিয়ানের সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তার কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।

চৌ হুয়া চিয়ান, ১৯৬০ সালের ২ ডিসেম্বর, চীনের হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের সিভানইং-এ জন্মগ্রহণ করেন। তিনি হলেন চীনের তাইওয়ান প্রদেশের বিখ্যাত পপ সঙ্গীতশিল্পী, সুরকার, অভিনেতা। তিনি ন্যাশনাল তাইওয়ান ইউনিভার্সিটি থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন।

১৯৯০ সালে চৌ হুয়া চিয়ান ‘আমার শিশুকে চুমু’ নামের গানটি রচনা করেন। ১৯৯১ সালে তিনি ‘আমাকে সুখ ও দুঃখ দাও’ নামের অ্যালবাম প্রকাশ করেন। উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, সেই বছর এই অ্যালবামের ২০ লক্ষাধিক কপি বিক্রি হয়। এই অ্যালবামের থিম সং ‘আমাকে সুখ ও দুঃখ দাও’ গানটি সংগীত মহলে চৌ হুয়া চিয়ানের মর্যাদা বৃদ্ধি করে।

১৯৯২ সালে চৌ হুয়া চিয়ান একটি ইংরেজি অ্যালবাম ‘আই রিমেম্বার’ প্রকাশ করেন। এই ইংরেজি অ্যালবাম তাইওয়ানে অ্যালবাম বিক্রির নতুন রেকর্ড সৃষ্টি করে। ১৯৯৩ সালে চৌ হুয়া চিয়ান ‘আমাকে সুখ ও দুঃখ দাও’ অ্যালবাম নিয়ে চতুর্থ তাইওয়ানের গোল্ডেন মেলোডি আওয়ার্ডের শ্রেষ্ঠ গায়কের পুরস্কার পান।

বন্ধুরা, এখন শুনুন চৌ হুয়া চিয়ানের গান ‘আসলে চলে যেতে চাই না’। গানের কথায় বলা হয়েছে: তুমি সবসময় বলো আমি এখানে আছি; যখন তুমি খুব একা আমার সাথে যোগাযোগ করবে। যাই হোক, আমরা যে প্রেমের কথা বলি, তা যথেষ্ট নয়। তুমি বললেই আসো, বললেই চলে যাও। তুমি আমাকে কিভাবে বুঝবে? কেমন করে জানতে পারলে না। একজন নারীর হৃদয় ভঙ্গুর, একাকীত্ব এমন কিছু নয় যা আমি সহ্য করতে পারি না।

বন্ধুরা, এখন শুনুন চৌ হুয়া চিয়ানের গান ‘বৃষ্টিমানব’। গানের কথাগুলো এমন: বৃষ্টি শুরু হলো, আর কখনো থামলো না। আমি সেই থেকে ছাতা ধরে আছি; ভিড়ের মধ্যে ভাসমান আছি। আস্তে আস্তে ভাবলাম আমি এখনও তোমার সাথে আছি। তোমার সেই স্মৃতিগুলোকে কৃপণভাবে ব্যবহার করি। একটি রংধনু দেখতে আমার জন্য সামান্য বিট যথেষ্ট। সারা বিশ্বের রং সব তোমার কাছে রেখে দাও।

আচ্ছা, শুনুন গানটি।

বন্ধুরা, এখন শুনুন চৌ হুয়া চিয়ানের গান ‘একসাথে কষ্ট পাবার সুখ’। গানের কথাগুলো এমন: অন্তত আমাদের একসাথে কষ্ট সহ্য করার সুখস্মৃতি আছে। প্রতিবার যখন প্রেমের শেষ পরিণতি আসে, অতীতের দৃশ্য আমাদের আলিঙ্গন করবে। আমরা স্মৃতিকে আরও বেশি ভালোবাসি। এটাই কি কারণ যে, আমি ভবিষ্যতের দিকে তাকাতে সাহস করি না? তুমি বলেছিলে, পৃথিবী প্রতিদিন ভেঙে পড়ছে, আমার স্বপ্নগুলোকে ছোট থেকে ছোট করতে আমি শুধু মাথা নিচু করতে পারি।

আচ্ছা, শুনুন এই গান।

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী চৌ হুয়া চিয়ানের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজ এখানেই শেষ করব। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে, গান হবে।

Share this story on

Messenger Pinterest LinkedIn