বাংলা

‘লি পাই’

CMGPublished: 2024-04-22 14:48:42
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

আচ্ছা, বন্ধুরা, এখন আমরা গানটি শুনবো, কেমন?

বন্ধুরা, বন্ধুরা, আপনারা শুনছিলেন লি রং হাও’র কন্ঠে ‘মডেল’ শীর্ষক গান। এখন আমি আপনাদেরকে লি সিং লিয়াংয়ের কণ্ঠে ‘দেখা যাচ্ছে সবই স্বপ্ন’ নামের গান শোনাতে চাই। হাইস্কুলের সময় তিনি স্কুলের বিভিন্ন অনুষ্ঠানে গান পরিবেশনা শুরু করেন। এরপর তিনি গিটার শেখা শুরু করেন। তিনি বিশ্ববিদ্যালয়ে ডিজাইনিং শিখতেন। ২০০৭ সালে তিনি একটি ব্যান্ড প্রতিষ্ঠা করেন। লি সিং লিয়াং ১৯৮৩ সালের ২০ মার্চ চীনের হুপেই প্রদেশের সিয়াংইয়াং শহরে জন্মগ্রহণ করেন। ২০১০ ও ২০১২ সালে তিনি একটি টিভি সংগীত প্রতিযোগিতায় অংশ নেওয়ার মাধ্যমে সংগীতের জগতে প্রবেশ করেন। তিনি ২০১২ সালের সেপ্টেম্বরে প্রথম অ্যালবাম প্রকাশ করেন। এখন আমরা একসঙ্গে গানটি শুনবো।

বন্ধুরা, আপনারা শুনছিলেন লি সিং লিয়াংয়ের কন্ঠে ‘দেখা যাচ্ছে সবই স্বপ্ন’ শীর্ষক গান। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘তুমি বসন্তকালে ১০ কিলোমিটার বাতাসের চেয়েও আকর্ষণীয়’ শীর্ষক গান শোনাবো। গানটির কথা এমন: ‘তোমাকে গভীরভাবে ভালোবাসতে আমার ভয় লাগে। তোমাকে দেখলে আমার হৃদস্পন্দন বেড়ে যায়। তোমার হাসি আমাকে আকর্ষণ করে। আমি তোমার বাহুবন্ধনে অজ্ঞান হতে চাই। আমার মনে হয়, আমার কৃত্রিম শ্বাস দরকার। তোমার চোখ চন্দ্রের মতো, গোপনে তোমার চোখ দেখলে আমি গভীরভাবে তোমাকে ভালোবেসে ফেলি। আমি তোমার মাথায় থাকতে চাই। তুমি বসন্তকালে ১০ কিলোমিটার বাতাসের চেয়েও আকর্ষণীয়। আমি ভালোবাসা মনে লুকিয়ে রাখি; আমি আশা করি, বিশ্বে আসল ভালোবাসা আছে। তুমি বসন্তকালে ১০ কিলোমিটার বাতাসের চেয়েও আকর্ষণীয়। আমি আশা করি, সূর্যাস্তেও আসল ভালোবাসা আছে। আমি গভীরভাবে তোমাকে ভালবেসেছি’।

আচ্ছা, বন্ধুরা, এখন আমরা একসঙ্গে গানটি শুনবো।

首页上一页123全文 3 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn