বাংলা

"চিরদিন নামে এক ধরনের স্মৃতি"

CMGPublished: 2024-04-17 09:58:00
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের খুব জনপ্রিয় কণ্ঠশিল্পী নি আর পিং-এর সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তার কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।

নি আর পিং, চীনের মূল ভূভাগের একজন নারী কন্ঠশিল্পী। তাঁর কয়েকটি বিখ্যাত গানের মধ্যে রয়েছে: "পয়জনড বাই ইউ", "চিরদিন নামে এক ধরনের স্মৃতি", এবং "স্টুপিড ব্রাদার"।

নি আর পিং ‘চীনের পাহাড়ি শহর’ নামে পরিচিত ছুং ছিং শহরে জন্মগ্রহণ করেন। তিনি গান রচনা করতে, গানের কথা লিখতে এবং সূর রচনা করতে পারেন। ছোটবেলা থেকেই তিনি সঙ্গীতে প্রতি আগ্রহী ছিলেন। তাঁর গানের বেশিরভাগই ব্যর্থ প্রেমের। তবে, তাঁর কন্ঠ খুব স্নেহশীল এবং মিষ্টি। তাঁর গাওয়া গান সবসময় মানুষকে মুগ্ধ করে।

বন্ধুরা, এখন শুনুন নি আর পিং-এর গান ‘বড় শহর ও ছোট গ্রাম’। গানের কথা এমন: যখন সূর্য ওঠে, একটি নতুন সকাল শুরু হয় । আমি যাকে যত্ন করি সে আশেপাশে নয়, অন্য শহরে। তোমার ভালোবাসায় আমার সাধারণ জীবন রঞ্জিত হয়েছে। এখন আমি তোমার হৃদয়ে ধীরে ধীরে ডুবে যাচ্ছি। চাঁদ উঠলে আবার অন্ধকার রাত হয়ে যায়। কে নিজের পছন্দের কাউকে অন্যদের সাথে শেয়ার করতে চায়? আমি সবচেয়ে ভয় পাই যে, আমার প্রতিবেশী তোমার সম্পর্কে কথা বলার পরে আমাকে প্রশ্ন করবে। আমি তোমার সম্পর্কে সমস্ত অভিযোগ অস্বীকার করি। সেই বড় শহরে তুমি কতো মানুষকে ভালোবাসতে? এই ছোট্ট পাহাড়ি গ্রামে আমি বেশ কয়েকটি বসন্তকাল কাটিয়েছি।

প্রিয় বন্ধুরা, এখন শুনুন নি আর পিং-এর কন্ঠে ‘তুমি আমার হৃদয়ে আছো’। গানের কথা অনেকটা এমন: তোমার ছেড়ে যাওয়া ফিগারের দিকে তাকিয়ে অশ্রু প্রবাহিত হয় অনিয়ন্ত্রিতভাবে। সুখের ভাগ পাওয়ার পর আমি ভেবেছিলাম ভালোবাসা চিরকাল থাকবে। আমি কোনো ভুল করিনি, কেন তুমি একেবারে ব্রেক আপ করতে চাও? আমি বুঝতে পারিনি আমার উত্তপ্ত হৃদয় ব্যথায় কাঁপছে। তুমি আমার কাছ থেকে চলে গেছো, কিন্তু আমার হৃদয়ে ঠিকই রয়ে গেছো।

বন্ধুরা, এখন শুনুন নি আর পিং-এর গান ‘চিরকাল নামে এক ধরনের স্মৃতি আছে’। গানের কথাগুলো এমন: রাত এসেছে, একাকী অনুভূতি আবার হয়। দূরের তুমি কি দেখতে পাচ্ছো? অতীতের সময়ে আর মিষ্টি অনুভূতি নেই, শুধু স্মৃতি থাকে। যদি টাকা দিয়ে গতকালকে কেনা যায়, তবে আমি অবশ্যই তোমার পাশে থাকবো।

আচ্ছা, শুনুন গানটি।

প্রিয় শ্রোতাবন্ধুরা, সুন্দর গান শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এলাম, বিদায় নেওয়ার আগে আপনাদের শোনাতে চাই নি আর পিং-এর আরেকটি গান, গানের নাম ‘প্রেমের চিঠি’। আশা করি গানটি আপনাদের ভালো লাগবে।

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী নি আর পিং-এর সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে, গান হবে।

Share this story on

Messenger Pinterest LinkedIn