"চিরদিন নামে এক ধরনের স্মৃতি"
বন্ধুরা, এখন শুনুন নি আর পিং-এর গান ‘চিরকাল নামে এক ধরনের স্মৃতি আছে’। গানের কথাগুলো এমন: রাত এসেছে, একাকী অনুভূতি আবার হয়। দূরের তুমি কি দেখতে পাচ্ছো? অতীতের সময়ে আর মিষ্টি অনুভূতি নেই, শুধু স্মৃতি থাকে। যদি টাকা দিয়ে গতকালকে কেনা যায়, তবে আমি অবশ্যই তোমার পাশে থাকবো।
আচ্ছা, শুনুন গানটি।
প্রিয় শ্রোতাবন্ধুরা, সুন্দর গান শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এলাম, বিদায় নেওয়ার আগে আপনাদের শোনাতে চাই নি আর পিং-এর আরেকটি গান, গানের নাম ‘প্রেমের চিঠি’। আশা করি গানটি আপনাদের ভালো লাগবে।
শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী নি আর পিং-এর সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে, গান হবে।