বাংলা

‘তোমাকে ভুলে যেতে পারি না’

CMGPublished: 2024-04-16 09:34:06
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের খুব জনপ্রিয় কণ্ঠশিল্পী চেং ই ছেনের সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তার কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।

চেং ই ছেন, চীনের মূল ভূভাগের একজন পুরুষ কন্ঠশিল্পী এবং গীতিকার। তাঁর কয়েকটি বিখ্যাত গানের মধ্যে রয়েছে: ‘ভুল সময়ে সঠিক তোমাকে দেখেছি’, ‘ভালোবাসলেও তোমাকে পাওয়া যাবে না’, ইত্যাদি।

২০১১ সালের ২৫ অক্টোবর চেং ই ছেন নিজের প্রথম অ্যালবাম ‘তোমাকে ভুলে গেছি, নিজেকে ভুলে গেছি’ প্রকাশ করেন। এর মধ্য দিয়ে তিনি সবার কাছে পরিচিত হয়ে ওঠেন। ২০১২ সালের ৬ জানুয়ারি চেং ই ছেন আরেকটি অ্যালবাম ‘স্পষ্টভাবে সম্পর্ক বিচ্ছিন্ন করতে পারবো না’ প্রকাশ করেন। ২০১৫ সালে চেং ই ছেন অ্যালবাম ‘খুব বেশি ভালোবাসি’ প্রকাশ করেন।

বন্ধুরা, এখন শুনুন চেং ই ছেনের গান ‘পাওয়া যায় না সে প্রেম’। গানের কথাগুলো এমন: ফিরে তাকালে তুমি আর সেখানে ছিলে না। আর মর্মাহত অনুভূতি থাকবে না। হৃদয়কে ইতোমধ্যে তুষার ও বাতাসে চাপা দেওয়া হয়েছে। তোমার রেখে যাওয়া স্মৃতির সবই ব্যথা। আর কিভাবে এমন স্মৃতি থেকে বের হতে পারবো! প্রতিটি সেকেন্ড, প্রতি মিনিট, আমার কাছে দুঃখ। প্রেমে এতো বাধা, ভালোবাসা, ঘৃণা, সবই আকষ্মিক ঘটনা। যদি আগে ফিরে যেতে পারতাম, আমি গল্পটাকে পুনরায় লিখতাম।

প্রিয় শ্রোতা বন্ধুরা, এখন শুনুন চেং ই ছেনের গান ‘ভুল সময়ে সঠিক তোমাকে দেখেছি’। গানের কথাগুলো এমন: ধন্যবাদ, তুমি আমাকে ভালবাসতে। তোমার কাছে থেকে চলে যাওয়া কোনো ভুল ছিল না। তোমার সঙ্গে প্রেম করার জন্য আমি কখনোই অনুতপ্ত নই; দুঃখও করি না। তোমার সঙ্গে সেই প্রেম আমার সবচেয়ে সুন্দর স্মৃতি। এতো বেশি প্রতিশ্রুতি, অথবা হাসিমুখে তা দেখা, সবই ঠিক আছে। বাস্তবতায় অশ্রু একটি নদীতে পরিণত হয়। এই প্রেমে কোনো সফলতা নেই।

প্রিয় বন্ধুরা, এখন শুনুন চেং ই ছেনের গান ‘অবশেষে’। গানের কথাগুলো এমন: তোমার স্নেহশীল দৃষ্টিকে বুঝতে পারি না, বুঝতে পারি না এতে কতো অশ্রু লুকিয়ে আছে। যে মানুষ তোমার হৃদয়ের কথা শুনতে পারে না, মনের দৃঢ়তা যে হারিয়েছে, যে মানুষ তোমার কথায় ব্যথা পায়। ভালোবাসা চলে গেলে, হৃদয়কে আর উষ্ণ করা যায় না। আমরা অবশেষে ভুলে যাইনি, আমরা অবশেষে অপরিচিত মানুষে পরিণত হয়েছি।

আচ্ছা, শুনুন গানটি।

বন্ধুরা, সুন্দর গান শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এলাম। বিদায় নেওয়ার আগে আপনাদের শোনাতে চাই চেং ই ছেনের কন্ঠে আরেকটি গান, গানের নাম ‘তোমাকে ভুলে যেতে পারি না’। আশা করি গানটি আপনাদের ভালো লাগবে।

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী চেং ই ছেনের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে, গান শোনা হবে।

Share this story on

Messenger Pinterest LinkedIn