বাংলা

‘পৃথিবী উল্টানো’

CMGPublished: 2024-04-15 14:47:28
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

বন্ধুরা, আপনারা শুনছিলেন ছেন ছি চেন’র কন্ঠে ‘অতি বুদ্ধিমান’ শীর্ষক গান।

১৯৯৫ সালে তিনি তাইওয়ানের একটি সংগীত প্রতিযোগিতায় অংশ নেন। কিন্তু কোনো পুরস্কার লাভ করেননি। তিনি পরবর্তী বছরে পুনরায় একই প্রতিযোগিতায় প্রথম হন। তখন থেকে তিনি আনুষ্ঠানিকভাবে সংগীত জগতে প্রবেশ করেন। ২০০১ সালে তিনি নিজের প্রথম অ্যালবাম প্রকাশ করেন। এ পর্যন্ত তিনি মোট ৬টি অ্যালবাম প্রকাশ করেছেন। এ ছাড়াও তিনি বই প্রকাশ করেন। এখন শোনাবো তাঁর কন্ঠে ‘একাকী’ শীর্ষক গান। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, আপনারা শুনছিলেন ছেন ছি চেনের কন্ঠে ‘একাকী’ শীর্ষক গান। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘ভ্রমণের তাত্পর্য’ শীর্ষক গান। গানটির কথা এমন, ‘তুমি এত বেশি সুন্দর দৃশ্য দেখেছো, তুমি এত বেশি সুন্দরী দেখেছো। তুমি রাতে প্যারিস দেখেছো, তুমি তুষারে ঢাকা বেইজিং এসেছিলে। তুমি বইতে সত্য পড়েছিলে, কিন্তু তুমি জানো না আমাকে ভালোবাসার কারণ। তুমি জানো না আমার ভালোবাসা কি। তুমি জানো না, কখন আমাকে ভালবাসতে শুরু করেছো। তুমি বলতে পারো না, আমাকে ত্যাগ করার কারণ। তুমি বিমানে অনেক দূরে গিয়েছিল, তুমি আমার জন্য স্যুভেনির কিনেছো। তুমি ম্যাপে প্রতিটি সুন্দর দৃশ্য সংগ্রহ করেছো। তুমি কামুক? দ্বীপকে আলিঙ্গন করো, তোমার স্মৃতিতে রহস্যময় তুরস্ক আছে। তুমি চলচ্চিত্রে সুন্দর ও মিথ্যা দৃশ্য পছন্দ করো, কিন্তু তুমি ভ্রমণের তাত্পর্য জানো না’। গানটির কথা অসাধারণ। চলুন বন্ধুরা, আর দেরি না করে শোনা যাক গানটি।

প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান।

首页上一页12 2

Share this story on

Messenger Pinterest LinkedIn