বাংলা

‘মেঘের নদী’

CMGPublished: 2024-04-04 10:00:03
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

গত শতাব্দীর ৭০ দশকে তাইওয়ানের আধুনিক সংগীত শিল্পের উন্নয়ন শুরু হয়। সেসময় কম গায়ক গায়িকা ইংরেজি গান গাইতেন। তবে হুয়াং ইং ইং শুধু ইংরেজি গানই গাননি, বরং ইংরেজি অ্যালবাম প্রকাশ করেন। আর তার ইংরেজি অ্যালবাম সিঙ্গাপুর, মালয়েশিয়া, অস্ট্রেলিয়াতেও জনপ্রিয় হয়। তিনি বিদেশি সংগীতের নতুন প্রবণতা চীনা সংগীত মহলে পরিচয় করিয়ে দেন এবং বিদেশিরাও চমত্কার চীনা গায়িকা চিনতে পারেন। বন্ধুরা, এখন শুনুন হুয়াং ইং ইংয়ের একটি সুন্দর ইংরেজি গান ‘come on over’।গান ৪

তাইওয়ানের স্থানীয় ভাষার গান, ইংরেজি গান, ক্যান্টনিজ গান ও ম্যান্ডারিন গান হুয়াং ইং ইং সব গান। ফলে গত শতাব্দীর ৮০’র দশকে হুয়াং ইং ইং চীনা সংগীত মহলে খুব জনপ্রিয় ও প্রভাবশালী একজন গায়িকা হন। তার গানগুলো চীনে এত জনপ্রিয় যে, পরে অনেক জনপ্রিয় গায়ক গায়িকা তার গান অনেকবার গেয়েছেন। বন্ধুরা, এবার আমরা একসঙ্গে শুনবো তার খুব জনপ্রিয় ও প্রতিনিধিত্বকারী একটি গান ‘কাঁদা’।গান ৫

বন্ধুরা, এবার আমরা শুনবো হুয়াং ইং ইংয়ের ১৯৯১ সালে চলচ্চিত্র ‘ইউয়ান লিং ইয়ু’র জন্য গান থিম সোং ‘মন কবর দেয়’। ইউয়ান লিং ইয়ু হলেন চীনের বিখ্যাত একজন অভিনেত্রী। চলচ্চিত্রে তার অসাধারণ তবে, দুঃখজনক জীবন তুলে ধরা হয়। হুয়াং ইং ইংয়ের এই গান চলচ্চিত্রে অনেক আকর্ষণীয় শোনায়। এর বিশেষ সুর শুনলে গত শতাব্দীর ৩০ দশকের চীনের আমেজ পাওয়া যায়। বন্ধুরা, এখন শুনুন হুয়াং ইং ইংয়ের এই জনপ্রিয় গান ‘মন কবর দেয়’।গান ৬

২০০২ সালে হুয়াং ইং ইং সংগীত মহল ছেড়ে দেন। তার সংগীত জীবন তাইওয়ান আধুনিক সংগীত শিল্প উন্নয়নের একটি প্রতিনিধি, তিনি চীনা সংগীত শিল্প উন্নয়নে অনেক অবদান রেখেছেন। বন্ধুরা, অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা একসঙ্গে হুয়াং ইং ইংয়ের আরেকটি সুন্দর গান ‘শুধু বিদায়’ শুনবো। আশা করি, আপনারা তার গানগুলো পছন্দ করবেন।গান ৭

বন্ধুরা, আজকের অনুষ্ঠান তাহলে এখানেই শেষ করছি। আশা করি, আমাদের অনুষ্ঠানে প্রচারিত গানগুলো আপনাদের ভালো লেগেছে। এখন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন ও সুস্থ থাকুন। আবার কথা হবে। চাই চিয়ান।

首页上一页12 2

Share this story on

Messenger Pinterest LinkedIn