বাংলা

‘অভিনেতা’

CMGPublished: 2024-03-25 10:16:38
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বেইজিং থেকে চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। এখন শুনবেন ‘তোমার জন্য গান’। আপনাদের সঙ্গে আছি আমি মুক্তা। সবাই ভালো আছেন তো? আশা করছি আপনারা সুস্থ আছেন এবং আনন্দে দিন কাটাচ্ছেন।

বন্ধুরা, এখন আমি আপনাদেরকে আমার একজন প্রিয় কণ্ঠশিল্পী সুন ইয়ান জি (স্টেফেনি সুন)-এর গান শোনাবো। তিনি ১৯৭৮ সালের ২৩ জুলাই সিঙ্গাপুরে জন্মগ্রহণ করেন। ২০০০ সালে তিনি নিজের প্রথম অ্যালবাম প্রকাশ করেন। তিনি পাঁচ বছর বয়স থেকে পিয়ানো শিখেন। দশ বছর বয়স সময় তিনি প্রথম বারের মতো গান পরিবেশনা করেন। ১৮ বছর বয়সে তিনি প্রথম গান লিখেন। তিনি বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় একটি ব্যান্ডের প্রধান গায়িকা ছিলেন। প্রথমে শোনাবো তাঁর কন্ঠে ‘যে আমি মিস করি’ শীর্ষক গান। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, আপনারা শুনছিলেন সুন ইয়ান জি’র কন্ঠে ‘’ শীর্ষক গান। ২০০৭ সালে তিনি সিঙ্গাপুরের বিশিষ্ট যুব পুরস্কার লাভ করেন। ২০০৮ সালে তিনি আমন্ত্রণে বেইজিং অলিম্পিক গেমসের সরকারি চারটি গানে কণ্ঠ দেন। ২০১৫ সালে তিনি হংকংয়ের দশটি শ্রেষ্ঠ গানের পুরস্কার লাভ করেন। একজন গায়িকা ছাড়া তিনি একজন পোশাক ডিজাইনার। এখন আমি আপনাদেরকে স্টেফেনির কণ্ঠে ‘’ নামের গানটি শোনাবো। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, আপনারা শুনছিলেন সুন ইয়ান জি’র কন্ঠে ‘’ শীর্ষক গান। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘চোখের অভিব্যক্তি’ শীর্ষক গান শোনাবো। গানের কথা এমন, ‘আসলে স্বপ্ন পরিবর্তন হবে। মেনে চলতে আমার ক্লান্ত লাগে। আমি মাত্র তোমাকে দেখেছি। পরস্পরকে বোঝানোর জন্য হাসছি আমরা। আমাদের ভালোবাসা বজায় থাকবে। কখনো কখনো ভালোবাসা মাত্র চোখের অভিব্যক্তি। তা কষ্ট তাড়িয়ে দিতে পারে। আমি মাত্র তোমাকে দেখেছি, আমাদের পরস্পরকে বোঝানোর চোখের অভিব্যক্তি। তুমি থাকলে যেকোনো অবস্থা বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা থাকবে, কারণ আমরা পরস্পরের প্রতি আস্থা রাখি। তুমি সবসময় আমার হাত ধরে স্বপ্নের দিকে যাও। আসল ভালোবাসায় প্রতিশ্রুতি দরকার নেই, কিন্তু আজীবন থাকবে’। আচ্ছা, বন্ধুরা, এখন আমরা একসঙ্গে গানটি শুনবো।

প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান।

Share this story on

Messenger Pinterest LinkedIn