বাংলা

মা ইউয়ান কবি

CMGPublished: 2024-03-20 15:05:25
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

“এই স্টেশন মা ইউয়ান” সঙ্গীতদলের একটি গান। গানটি ২০০৮ সালের শেষ নাগাদে রচিত হয়। প্রধান গায়ক খু কুও সংগীতদল করার সঙ্গে সঙ্গে একটি বিজ্ঞাপন কোম্পানিতে চাকরি করেন। প্রতিদিন তিনি বাসে করে, মা ইউয়ানে ফিরে আসেন। কিন্তু মা ইউয়ানে সংগীতদলটির যথেষ্ট উন্নতি হচ্ছিল না, খু কুওয়ে তাঁর চাকরিতেও সুবিধা করতে পারছিলেন না। ২০০৯ সালের গ্রীষ্মকালে তিনি মা ইউয়ান ত্যাগ করেন। আট বছরের মধ্যে সংগীতদলটির সদস্য পরিবর্তিত হয়, শুধু তিনি দলকে আঁকড়ে থাকেন। ‘মা ইউয়ান কবি’ও অনেক বছর মা ইউয়ানে যায়নি। পরিচিত অনেকেই এলাকা ছেড়ে গেছে, এমনকি আগের পরিবেশনের সুযোগও আর নেই। শুনতে দুঃখ লাগে, তাই না?

২০২২ সালের ৬ মার্চ ‘মা ইউয়ান কবি’ ‘চোখ বন্ধ করার শব্দ’ নামে একটি অ্যালবাম প্রকাশ করে। অ্যালবামে মোট ১০টি গান অন্তর্ভূক্ত করা হয়। এখন আমি অ্যালবাম থেকে বাছাই করা একটি গান আপনাদের শোনাতে চাই, গানের নাম ‘তোমাকে যে উপহার দিচ্ছি তা আমার সবকিছু হতে পারে’।

অনুষ্ঠানের শেষে আমি আপনাদেরকে সঙ্গীতদলটির আরেকটি গান শোনাতে চাচ্ছি। গানের নাম ‘খুনমিং’। আশা করি, আজকের অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে।

首页上一页12 2

Share this story on

Messenger Pinterest LinkedIn