বাংলা

প্রেমের মাস্কেট

CMGPublished: 2024-03-16 19:13:23
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। এখন শুনবেন সঙ্গীতানুষ্ঠান ‘তোমার জন্য গান’। আর এ অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি মুক্তা।

বন্ধুরা, আপনারা শুনছিলেন চাও চাও’র কন্ঠে ‘শীতকালে দিদিমার সাথে রোদে হাঁটা’ শীর্ষক গান। ১৯৯৮ সাল থেকে তিনি বেইজিংয়ে চীনা লোকসংগীত মহলে প্রবেশ করেন। ২০১০ সালে তিনি নিজের প্রথম অ্যালবাম প্রকাশ করেন। তিনি এ অ্যালবাম দিয়ে একটি সংগীত প্রতিযোগিতায় পুরস্কার লাভ করেন। এখন শোনাবো তাঁর কন্ঠে ‘জীবনের ঘটনা’ শীর্ষক গান। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, আপনারা শুনছিলেন চাও চাও’র কন্ঠে ‘জীবনের ঘটনা’ শীর্ষক গান। ২০১৬ সালে ‘যখন বৃদ্ধ হবে’ গানটি দিয়ে একটি প্রতিযোগিতার শ্রেষ্ঠ দশটি গানের পুরস্কার লাভ করেন তিনি। এখন আমরা গানটি শুনবো। গানটির কথা এমন, ‘যখন তুমি বৃদ্ধ হবে, চুল সাদা হবে। যখন তুমি বৃদ্ধ হবে, হাঁটাহাঁটি করতে পারবে না, আগুনের কাছাকাছি তাপ নিয়ে যৌবনের স্মৃতি অনুভব করবে। কত মানুষ তোমার তরুণ ও সুন্দর সময়কে ভালোবাসতো। মাত্র একজন এখনো তোমার মনকে ভালবাসছে, তোমার চেহারার ভাঁজকে ভালবাসছে। বাতাস আসছে। তোমার তথ্য আমার মনের সংগীত। এ গান তোমার জন্য গাইছি’। আচ্ছা, বন্ধুরা, তাহলে এখন আমরা একসঙ্গে ‘যখন বৃদ্ধ হবে’ গানটি শুনবো।

বন্ধুরা, শুনছিলেন চাও চাও’র কন্ঠে ‘যখন বৃদ্ধ হবে’ শীর্ষক গান। এখন আমি আপনাদেরকে মা-বাবার জন্য আরেকটি গান শোনাতে চাই। গানের শিরোনাম হলো ‘সময় কোথায় চলে গেছে’। গেয়েছেন কণ্ঠশিল্পী ওয়াং চেং লিয়াং। ওয়াং চেং লিয়াং ১৯৭৭ সালের ৩০ নভেম্বর সিছুয়ান প্রদেশের ছেংদং শহরে জন্মগ্রহণ করেন। তিনি একজন কণ্ঠশিল্পী ও সংগীত প্রয়োজক এবং সিছুয়ান শিল্প বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক। চলুন, আমরা গানটি শুনবো।

প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আপনারা আমাদের অনুষ্ঠানে কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে আমাদের জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা হচ্ছে ben@cri.163.com. এবং আমার নিজস্ব ইমেইল ঠিকানা হলো caiyue@cri.com.cn। ‘গানের অনুরোধ’ সম্পর্কিত ইমেইল আমার নিজস্ব ইমেইল ঠিকানায় পাঠালে ভালো হয়।

আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিনে, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন।

চাই চিয়ান।

Share this story on

Messenger Pinterest LinkedIn