বাংলা

ই পিপল ম্যানুফ্যাকচারিং

CMGPublished: 2024-03-14 14:31:20
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

‘ই পিপল ম্যানুফ্যাকচারিং’ সঙ্গীত গ্রুপটি ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত। গ্রুপের তিনজনই চীনে জন্ম নেওয়া ই জাতির মানুষ। ছুইবিহাবু সঙ্গীত গ্রুপের প্রধান স্রষ্টা ও দলের নেতা, ছুইবিহারি ছুইবিহাবু’র ছোট ভাই। সিছাং শহরে লুওউআমু’র সঙ্গে পরিচয় হওয়ার পর পরবর্তী সঙ্গীতদল গড়ে তোলা হয়। ১৯৯৭ সালের মার্চ মাসে সঙ্গীত গ্রুপটি ই ভাষা অ্যালবাম ‘কিংবদন্তি নায়ক’ প্রকাশ করে এবং দক্ষিণ-পশ্চিম চীনের সংখ্যালঘু জাতি-অধ্যূষিত এলাকায় দারুণ সাড়া ফেলে। ফলে ই জাতির ৮৬ লাখ জনগণের হৃদয়ে তাঁরা জায়গা করে নেন। পরে তাদের গল্প চীনের ৫৬টি জাতি গোষ্ঠীর অভিধানে অন্তর্ভূক্ত করা হয়।

বন্ধুরা, শুনছিলেন, ‘ই পিপল ম্যানুফ্যাকচারিং’ সংগীত গ্রুপের ‘ই টাউনশিপের লোকগান’ গানটি। ১৯৯৮ সালের মে মাসে তারা বেইজিং নিউরান এন্টারটেনমেন্টের সঙ্গে চুক্তিবদ্ধ হন এবং আনুষ্ঠানিকভাবে আগের নাম ‘ব্ল্যাক টাইগার ত্রয়ী’ বদলে ‘ই পিপল ম্যানুফ্যাকচারিং’ রাখেন। ১৯৯৯ সালের শুরুর দিকে তাঁরা প্রথম ম্যান্ডারিন অ্যালবাম তৈরি করতে শুরু করেন। এক বছরের পরিশ্রমের ফলে বছরের শেষ নাগাদ অ্যালবামের তৈরি সম্পন্ন হয়। ২০০০ সালে তাঁদের প্রথম ‘ই পিপল ম্যানুফ্যাকচারিং-১’ নামে অ্যালবাম শোবিজ জগতে বেশ সাড়া ফেলে। গ্রুপের সদস্যদের নিখুঁত সাদৃশ্য প্রকৃতির শব্দের মতো মানুষের আত্মায় প্রবেশ করে এবং মনকে শুদ্ধ করে। আচ্ছা বন্ধুরা, এখন তাহলে আমি অ্যালবামে রাখা ‘খুব দেরি’ নামের গানটি আপনাদের শোনাতে চাই।

২০০১ সালের সেপ্টেম্বরে ফসলের সোনালি শরতে ‘ই পিপল ম্যানুফ্যাকচারিং’ নতুন অ্যালবাম “ই পিপল ম্যানুফ্যাকচারিং-২” একটি তাজা সুরের সঙ্গে প্রকাশিত হয়। গ্রুপটির হৃদয়ের যাত্রার দিক থেকে এ সময় তাদের ব্রত সঠিক পথে আসে এবং ভবিষ্যতের প্রতি তাদের সুন্দর আকুলতা আছে। সুতরাং পুরো অ্যালবামটি রোমান্টিক আদর্শবাদে পূর্ণ। বন্ধুরা, এখন আমি সংগীত গ্রুপের অন্য একটি গান ‘মা’ আপনাদের শোনাবো।

বন্ধুরা, শুনছিলেন ‘ই পিপল ম্যানুফ্যাকচারিং’-এর গান ‘মা’। গানটি ২০০৩ সালের জানুয়ারিতে তাঁদের তৃতীয় অ্যালবাম ‘ই পিপল ম্যানুফ্যাকচারিং-৩’ থেকে নেওয়া। এ পর্যন্ত সঙ্গীত গ্রুপটি ধারাবাহিক তিন বছরে প্রত্যেক বছরে একটি অ্যালবাম প্রকাশ করার রেকর্ড বজায় রাখে, চীনের মূল-ভূখণ্ডের সঙ্গীত মহলে যা বিরল। এছাড়া তিনটি অ্যালবামের বিক্রির পরিমাণ খুবই ভালো ছিল। ‘মা’ হলো অ্যালবামের প্রধান গান। মায়ের ভালোবাসার উষ্ণতা দিয়ে সকল পরিভ্রমণকারীদের হৃদয় পৌঁছায়। গানটি খুব অল্প সময়ের মধ্যেই চীনের অনেক জায়গায় জনপ্রিয় হয়ে ওঠে। বন্ধুরা, এখন আমি অ্যালবামে অন্য একটি গান আপনাদের শোনাবো, কেমন? গানের নাম “দেখে ফেলেছি”।

চার বছর ধরে সুসম্পন্নভাবে তৈরির পর ২০১১ সালের এপ্রিলে ‘ই পিপল ম্যানুফ্যাকচারিং’র নতুন অ্যালবাম ‘ফিরে আসা’ প্রকাশিত হয়। সঙ্গীত গ্রুপটি সহজ, মসৃণ ও নিজস্ব গায়কীর মাধ্যমে নিজেদের দিক খুঁজে বের করেছেন। ফ্যাশনেবল শহরে এটি অবশ্যই অন্য রকম দৃষ্টিভঙ্গী, এটি একটি অসাধারণ ফিরে আসার যাত্রা। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ‘ই পিপল ম্যানুফ্যাকচারিং’-এর বলার সাহস আছে, সেটি হলো অপব্যয় যৌবন এসব সুরে আছে। আচ্ছা বন্ধুরা, আজকের ‘তোমার জন্য গান’ আসরের একদম শেষ প্রান্তে চলে এসেছি। তাহলে অনুষ্ঠানের শেষে আমি আপনাদের আরও দু’টো গান শোনাতে চাই। দু’টো গানই তাদের ‘ফিরে আসা’ অ্যালবাম থেকে নেওয়া। গানগুলো হলো ‘সুন্দর মেয়ে’ এবং ‘বিবাহ বিলাপ’।

Share this story on

Messenger Pinterest LinkedIn