বাংলা

ই পিপল ম্যানুফ্যাকচারিং

CMGPublished: 2024-03-14 14:31:20
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

বন্ধুরা, শুনছিলেন ‘ই পিপল ম্যানুফ্যাকচারিং’-এর গান ‘মা’। গানটি ২০০৩ সালের জানুয়ারিতে তাঁদের তৃতীয় অ্যালবাম ‘ই পিপল ম্যানুফ্যাকচারিং-৩’ থেকে নেওয়া। এ পর্যন্ত সঙ্গীত গ্রুপটি ধারাবাহিক তিন বছরে প্রত্যেক বছরে একটি অ্যালবাম প্রকাশ করার রেকর্ড বজায় রাখে, চীনের মূল-ভূখণ্ডের সঙ্গীত মহলে যা বিরল। এছাড়া তিনটি অ্যালবামের বিক্রির পরিমাণ খুবই ভালো ছিল। ‘মা’ হলো অ্যালবামের প্রধান গান। মায়ের ভালোবাসার উষ্ণতা দিয়ে সকল পরিভ্রমণকারীদের হৃদয় পৌঁছায়। গানটি খুব অল্প সময়ের মধ্যেই চীনের অনেক জায়গায় জনপ্রিয় হয়ে ওঠে। বন্ধুরা, এখন আমি অ্যালবামে অন্য একটি গান আপনাদের শোনাবো, কেমন? গানের নাম “দেখে ফেলেছি”।

চার বছর ধরে সুসম্পন্নভাবে তৈরির পর ২০১১ সালের এপ্রিলে ‘ই পিপল ম্যানুফ্যাকচারিং’র নতুন অ্যালবাম ‘ফিরে আসা’ প্রকাশিত হয়। সঙ্গীত গ্রুপটি সহজ, মসৃণ ও নিজস্ব গায়কীর মাধ্যমে নিজেদের দিক খুঁজে বের করেছেন। ফ্যাশনেবল শহরে এটি অবশ্যই অন্য রকম দৃষ্টিভঙ্গী, এটি একটি অসাধারণ ফিরে আসার যাত্রা। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ‘ই পিপল ম্যানুফ্যাকচারিং’-এর বলার সাহস আছে, সেটি হলো অপব্যয় যৌবন এসব সুরে আছে। আচ্ছা বন্ধুরা, আজকের ‘তোমার জন্য গান’ আসরের একদম শেষ প্রান্তে চলে এসেছি। তাহলে অনুষ্ঠানের শেষে আমি আপনাদের আরও দু’টো গান শোনাতে চাই। দু’টো গানই তাদের ‘ফিরে আসা’ অ্যালবাম থেকে নেওয়া। গানগুলো হলো ‘সুন্দর মেয়ে’ এবং ‘বিবাহ বিলাপ’।

首页上一页12 2

Share this story on

Messenger Pinterest LinkedIn