বাংলা

‘এটা তুমি’

CMGPublished: 2024-03-04 10:07:16
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বেইজিং থেকে চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। এখন শুনবেন ‘তোমার জন্য গান’। আপনাদের সঙ্গে আছি আমি মুক্তা। সবাই ভালো আছেন তো? আশা করছি আপনারা সুস্থ আছেন এবং আনন্দে দিন কাটাচ্ছেন।

বন্ধুরা, আপনারা শুনছিলেন টিএফবোইস ব্যান্ডের ‘গ্রীষ্মের বাকি’ শীর্ষক গান। এখন আমি আপনাদেরকে তাঁদের কন্ঠে ‘যুব অনুশীলন ম্যানুয়াল’ গানটি শোনাবো। এটিও আমার প্রিয় একটি গান। গানটির কিছু কথা প্রায় এরকম: ‘...এ গান তোমাকে আনন্দ দিতে পারে। তুমি কি আমাকে ভালোবেসেছো? আমার সঙ্গে নাক, চোখ এবং কান চলাফেরা করে। চতুর ও সুদর্শন বিভিন্ন শৈলী রয়েছে। ক্রমবর্ধমান যন্ত্রণা কী? জুতা পরিষ্কার করি, নতুন পোশাক পরি। আমি সাহসী, শক্তিতে ভরপুর। আমি সাহস নিয়ে প্রতিটি জায়গায় যাচ্ছি। আস্থা এ বিশ্বে আমাকে উজ্জ্বল করেছে। এ মঞ্চ আমার অবস্থানের কারণে উজ্জ্বল। আমার জন্য বিশ্ব উজ্জ্বল হয়। সাহস নিয়ে আগামীকালে প্রবেশ করি। আমার পথে তুমি থাকায় তা সাহসে ভরপুর। এটি হল পুরুষে পরিণত হওয়ার বই।’

আচ্ছা, এখন আমরা একসঙ্গে গানটি শুনবো।

বন্ধুরা, আপনারা শুনছিলেন কন্ঠশিল্পী ওয়াং চেং লিয়াংয়ের কন্ঠে ‘এখনও ভালোবাসি’ শীর্ষক গান। ২০১৪ সালে তাঁর কন্ঠে ‘সময় কোথায় চলে গেছে’ গানটি চীনের শ্রেষ্ঠ দশটি গানের একটি হিসেবে পুরস্কার লাভ করে। চীনা প্রেসিডেন্ট সি চিন পিং গানটির প্রশংসা করেছেন। গানের কথা এমন: ‘বাড়ির বাইরে পুরনো গাছ...। আঙ্গিনায় শুকিয়ে যাওয়া ফুল পুনরায় ফুটেছে। অর্ধেক জীবনে কতো কথা বলিনি! তোমার সাদা চুল লুকানো। স্মৃতিতে ছোট পা। সারা জীবন তাকে দিয়েছো মাত্র একটি ডাকের জন্য ‘বাবা ও মা’। সময় কোথায় চলে গেছে? আজীবন পিতার-মাতার মনে শুধুমাত্র ছেলে ও মেয়ের বিষয়। সময় কোথায় চলে গেছে...’?

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn