বাংলা

বসন্ত উত্সবের গান

CMGPublished: 2024-02-23 11:35:00
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

বসন্ত উত্সব চীনের চারটি ঐতিহ্যবাহী উত্সবগুলোর অন্যতম। তাহলে আজকের ‘তোমার জন্য গান’ অনুষ্ঠানে আমি আপনাদেরকে বসন্ত উত্সব সংক্রান্ত কয়েকটি গান বা বসন্ত উত্সব চলাকালে চীনা মানুষের পছন্দের কয়েকটি গান শোনাবো। তাহলে কথা না বাড়াই। চলুন গান শুনতে শুরু করি। প্রথমে আপনাদেরকে শোনাবো ‘শুভ চীনা বছর’ শিরোনামের একটি গান। গানটি কণ্ঠশিল্পী সুন ইউয়ে’র গাওয়া। এটি ১৯৯৮ সালের জানুয়ারিতে প্রকাশিত তাঁর ‘হ্যাপিনেস এক্সপ্রেস’ অ্যালবামে অন্তর্ভূক্ত একটি গান। গানটি ১৯৯৯ সালে সিসিটিভির বসন্ত উত্সব গালার উদ্বোধনী সংগীত।

‘শুভ চীনা বর্ষ’ নতুন বছরে আপনাদের জন্য আমার কামনা ও শুভেচ্ছা। এখন আমি আপনাদের অন্য একটি গান শোনাতে চাই। এটির শিরোনাম ‘আপনার সমৃদ্ধির কামনা করছি’। চীনের হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের সেলিব্রিটি অ্যান্ডি লাউ গানটি গেয়েছেন। প্রায় প্রতি বছরের বসন্ত উত্সব চলাকালে চীনের সুপারমার্কেটগুলোতে গানটি বাজানো হয়।

‘শুভ নববর্ষ’ গানটি সংগীত দল ‘চীনা পুতুল’র গাওয়া। নামটি ‘চীনা পুতুল’ হলেও এরা আসলে দুজন থাই মেয়ে। কিন্তু তাঁরা চীনা ভাষায় গানটি গেয়েছেন। খুব মজার ব্যাপার, তাইনা?

‘লণ্ঠন ঝুলিয়ে রঙিন সিল্ক বাঁধুন’ ২০১৩ সালে প্রকাশিত একটি গান। ওয়াং এর নি এবং লিউ ছিয়াংছিয়াং – এ দুজন গানটি গেয়েছেন। তাহলে চলুন তাঁদের কণ্ঠে আমরা নববর্ষের আনন্দদায়ক পরিবেশ উপভোগ করি।

চীনা লোকেরা যেখানেই কাজকর্ম করুন না কেন, বসন্ত উত্সব বা চীনের ঐতিহ্যবাহী নববর্ষের সময় নিজের জন্মস্থানে গিয়ে বাবা-মা ও আত্মীয়স্বজনের সঙ্গে মিলিত হন। আমরা সব সময় বলি, আপনার আর্থিক সামর্থ্য কম বা বেশি যাই হোক না কেন, বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ উত্সবে জন্মস্থানে ফিরে গিয়ে বসন্ত উত্সব কাটাতেই হবে।

এখন আজকের ‘তোমার জন্য গান’ অনুষ্ঠানের শেষ গানটি আপনাদেরকে শোনাবো। গানের নাম ‘প্রস্ফুটিত ফুল ও পূর্ণিমা’।

Share this story on

Messenger Pinterest LinkedIn