বাংলা

"অবশেষে"

CMGPublished: 2024-02-10 20:23:50
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

জাং শাও হান (Angela Zhang), ১৯৮২ সালের ১৯ জানুয়ারি চীনের তাইওয়ান প্রদেশের তাওইউয়ান শহরে জন্মগ্রহণ করেন। তিনি উইঘুর বংশোদ্ভূত একজন চীনা পপ গায়িকা এবং চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেত্রী। তিনি কানাডায় স্যার উইনস্টন চার্চিল বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হন। আজকের অনুষ্ঠানে আমি আপনাদের সাথে তার অ্যালবাম "টোটাল ফল"-এর কয়েকটি গান শেয়ার করব।

"টোটাল ফল" হল জাং শাও হান-এর নবম একক অ্যালবাম। এতে "ভয় নেই", "প্রথম পাতা" এবং "বিদায়ের আগে"-সহ ১২টি গান রয়েছে। এটি ২০১৬ সালের ২১ জুলাই প্রকাশিত হয়। ২০১৭ সালের ২৮ ফেব্রুয়ারি অ্যালবামটি গ্লোবাল পপ মিউজিক গোল্ড লিস্টে বছরের সবচেয়ে জনপ্রিয় অ্যালবাম অ্যাওয়ার্ডের জন্য সংক্ষিপ্ত তালিকায় স্থান পায়।

"টোটাল ফল" অ্যালবামে জাং শাও হান নিজেই প্রযোজক ও পরিচালকের দায়িত্ব পালন করেন। অ্যালবামের সাতটি গান তিনি নিজেই প্রযোজনা করেন।

পশ্চিমা সঙ্গীতের প্রতি ভালোবাসার কারণে, জাং শাও হান সারা বিশ্ব থেকে গান সংগ্রহ করেন। তবে, নিজের অ্যালবামে অন্তর্ভুক্ত করার আগে তাঁর নিজস্ব ধারণার সাথে মানানসই গানগুলোই বাছাই করেন। তিনি সঙ্গীতের গুণগত মান যাচাই করেন, নিজের পছন্দের ওপর জোর দেন। এ কারণে অ্যালবামের কাজ শেষ হতে ২ বছর লেগেছিল।

জাং শাও হান আশা করেন যে, শ্রোতারা তার সঙ্গীতের জগতে সহজে প্রবেশ করতে পারবে এবং তাকে আবিষ্কার করতে সক্ষম হবে। তাই তিনি অ্যালবামের শিরোনাম হিসাবে "টোটাল ফল" টার্মটি বেছে নেন।

জাং শাও হান অ্যালবামে প্রথমবারের মতো গানের কথা লেখার চেষ্টা করেন। শ্রোতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য, জাং শাও হান "তোমার মনে আছে" শীর্ষক গান রচনা করেন। এই গান জাং শাও হান স্টুডিওতে রেকর্ড না করে মোবাইল ফোনের সাইড রেকর্ডিংয়ের মাধ্যমে রেকর্ডিং সম্পন্ন করেন।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn