বাংলা

‘এক নম্বর ভক্ত’

CMGPublished: 2024-01-24 12:50:58
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের খুব জনপ্রিয় কণ্ঠশিল্পী মো ওয়েন ওয়েই-এর সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তার কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।

মো ওয়েন ওয়েই, ১৯৭০ সালের ২ জুন চীনের হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলে জন্মগ্রহণ করেন। তিনি হলেন হংকংয়ের একজন বিখ্যাত নারী কণ্ঠশিল্পী, যিনি একাধারে একজন অভিনেত্রীও বটে।

১৯৯৩ সালে মো ওয়েন ওয়েই তাঁর প্রথম ক্যান্টোনিস ভাষার অ্যালবাম ‘কেরেন’ প্রকাশ করেন। ১৯৯৫ সালে তিনি চলচ্চিত্র ‘A Chinese Odyssey’তে প্রধান চরিত্রে অভিনয় করার মাধ্যমে সবার দৃষ্টি আকর্ষণ করেন।

বন্ধুরা, এখন শুনুন মো ওয়েন ওয়েই-এর গান ‘বিদায়’। গানের কথাগুলো এমন: ভালোবাসা সবই কিন্তু নয়। এটা উত্তর কিন্তু কোন উত্তর নেই। যে আশা ম্লান হতে চলেছে, একটি জীবনকালের চেয়ে দীর্ঘ। একজন ব্যক্তির একাকীত্ব দুই জন অর্ধেক নাও হতে পারে। বিক্ষিপ্ত ও পূরণ করার জন্য যথেষ্ট নয়। এমনকি এটি সম্পর্কে কথা বলবে না। আরও কত দূর? তবেই তুমি সত্যিই স্পষ্ট দেখতে পাবে।

আচ্ছা, শুনুন এই প্রেমের গানটি।

প্রিয় বন্ধুরা, এখন শুনুন মো ওয়েন ওয়েই-এর গান ‘এক নম্বর ভক্ত’। গানের কথায় বলা হয়, সমগ্র বিশ্ব তোমার সহায়ক। যে চোখ প্রেমিকদের কাছে সবচেয়ে বেশি পরিচিত। তুমি যতই গর্বিত হও না কেন, তুমি ছোট হতে চাইবে। তোমার উচ্চতা বাড়াতে তুমি এই কোণ থেকে সত্যিই ভাল। আমি শুধু যথেষ্ট দেখিনি, কোনো অজুহাত নেই। ধীর গতির মত তুমি হঠাৎ আমার দিকে ফিরে এলে।

প্রিয় শ্রোতাবন্ধুরা, এখন শুনুন মো ওয়েন ওয়েই-এর গাওয়া ‘আলোচ্যবিষয়’। গানের কথায় বলা হয়, জুতো খুলে বৃষ্টিতে হাঁটি। আমি আমার হৃদয় কিছুটা ওজনহীন। শূন্যতায় পূর্ণ। হয়তো তুমি বুঝতে পারো না। আমি অনেক হারিয়েছি। বৃষ্টি তোমার মুখে আঘাত করুক। আমার একটু কান্নার লোভ লাগছে...। রংধনু দেখতে পাচ্ছি না। তুমি যে স্বপ্নের কথা বলছো তা আমি ধরতে পারছি না। আমি কিভাবে তোমাকে ভালবাসতে পারি। তোমাকে কিভাবে রাখা যায়?

আচ্ছা, শুনুন গানটি।

বন্ধুরা, সুন্দর গান শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এলাম। বিদায় দেওয়ার আগে আপনাদের শোনাতে যাচ্ছি মো ওয়েন ওয়েই-এর আরেকটি গান, গানের নাম ‘সব পাহাড় আছে’। আশা করি গানটি আপনাদের ভালো লাগবে।

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী মো ওয়েন ওয়েই-এর সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

Share this story on

Messenger Pinterest LinkedIn