বাংলা

সুন ইছি

CMGPublished: 2024-01-24 11:03:50
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

সুন ইছি ১৯৯০ সালের ১৫ অক্টোবর চীনের লিয়াওনিং প্রদেশের রাজধানী শেনইয়াং শহরে জন্মগ্রহণ করেন। তিনি চীনের মূল-ভূখণ্ডের একজন নারী কণ্ঠশিল্পী।

২০১৬ সালের সেপ্টেম্বরে তিনি একক গান ‘সবচেয়ে দূরের তুমি আমার সবচেয়ে কাছের ভালোবাসা’ প্রকাশ করেন। একই মাসের ২৪ তারিখে তিনি ‘নারীর স্বপ্ন’ নামে অ্যালবাম প্রকাশ করেন।

“জীবনের উত্থান-পতন, যা আসে আর যা যায় তা যেতে দাও। মানুষের দয়া ভুলে যেও না এবং মানুষের বিরক্তি উপেক্ষা করো না। অন্যের কথা না ভাবা মানে অন্যের দোষ না ভাবা। সবচেয়ে শান্তিপূর্ণ অবস্থা হলো ভিতরে নিরাপদ ও সন্তুষ্ট বোধ করা। অত্যধিক শব্দ প্রায়ই বিপজ্জনক পরিণতি আনতে পারে। পৃথিবীতে সবচেয়ে বড় সুখ হলো অন্যকে সাহায্য করা আর সবচেয়ে বড় বেদনা অতৃপ্ত লোভ দ্বারা সৃষ্ট যন্ত্রণা। লাভ-ক্ষতি মেঘের মতো নিমিষেই বাতাসে উড়ে যায়। একশ বছরের জীবন চোখের পলকে শূন্য হয়ে যায়।” বন্ধুরা, কথাগুলো সুন ইছি’র ‘বুদ্ধের কাছে প্রার্থনা’ শীর্ষক গানের অংশ। তিনি গানটি গানটি প্রকাশ করেন ২০১৯ সালের ১৭ জুনে।

২০২০ সালের ১৭ সেপ্টেম্বরে সুন ইছি ‘বলো না তুমি আমাকে কতটা ভালোবাসো’ নামে একক গান প্রকাশ করেন। গানের কথা এমন হয়, “তুমি সবসময় আমাকে হতবাক করে দাও। আমাকে সুখী করো ও দুঃখ দাও। আমার যখন তোমাকে দরকার ছিল তখন তুমি কোথায় ছিলে। আমার কান্না ইতিমধ্যে নদীতে জমেছে। আমার আশা বেদনায় নিমজ্জিত হয়েছে। মহৎ প্রতিশ্রুতি দেওয়া বন্ধ করো। বেশ ভালোবাসলে আমি কী পাব? আমি শুধু এই আবেগের জলাভূমি থেকে বেরিয়ে আসতে চাই। আমাদের ব্রেক-আপ হলে তুমি আমাকে কতটা ভালোবাসো বলো না। আমাকে যে ভালবাসা দিয়েছো তা কখনও আমাকে উষ্ণ করেনি। আমার ভালবাসা তোমার লোভের ফসল। তুমি আমার হৃদয় মরুভূমিতে পুড়িয়ে দিচ্ছো। আমাদের ব্রেক-আপ হলে তুমি আমাকে কতটা ভালোবাসো বলো না। তুমি যখন একাকী, তখন আমি কেবল একজন পথচারী। আমাকে ‘যদি’ বলবে না। তোমাকে ভুলে যাই। তুমি আর আমি একজন আরেকজন থেকে মুক্তি পাই।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn