বাংলা

চৌ হুয়া চিয়ান

CMGPublished: 2024-01-23 15:09:10
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

চৌ হুয়া চিয়ান ১৯৬০ সালের ২২ ডিসেম্বরে চীনের হংকংয়ে জন্মগ্রহণ করেন। চীনের মূল-ভূখণ্ডের শান থৌ শহরের ছাও নান অঞ্চল তাঁর পূর্বপুরুষদের জন্মস্থান। তিনি হচ্ছেন চীনা ভাষার পপসংগীত শিল্পী, সুরকার ও অভিনেতা। তিনি তাইওয়ান বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হন। ১৯৮৪ সালে তিনি শোবিজ জগতে পা রাখেন। ১৯৮৭ সালে তিনি ‘হৃদয়ের দিক’ অ্যালবাম দিয়ে সংগীতপ্রেমীদের দৃষ্টি আকর্ষণ করেন। একই বছর তিনি প্রথমবারের মতো একটি চলচ্চিত্রে অভিনয় করেন। ১৯৮৯ সালে তিনি তাঁর পঞ্চম অ্যালবাম ‘ট্রুয়েস্ট ড্রিম’ প্রকাশ করেন।

কেমন লেগেছে গানটি? নিশ্চয় আপনাদের ভালো লাগার কথা। ১৯৯১ সালের নভেম্বর চৌ হুয়া চিয়ান ‘তুমি আমাকে সুখী ও দুখী করেছো’ শীর্ষক অ্যালবাম প্রকাশ করেন। অ্যালবামের জন্য তিনি ‘চমকপ্রদ’ ও ‘অন্ধকারের ভয়’সহ চারটি গানে কণ্ঠ দেন। অ্যালবাম প্রকাশ করার পর বার্ষিক বিক্রির পরিমাণ ২০ লাখ ছাড়িয়ে যায়। অ্যালবামের শিরোনাম ও প্রধান গানটি চীনাভাষী সংগীতমহলে তাঁর অবস্থান পোক্ত করে।

১৯৯৫ সালের জুলাই চৌ হুয়া চিয়ান ‘প্রেম আমাদের অনুসরণ করে’ শীর্ষক অ্যালবাম প্রকাশ করেন। তিনি অ্যালবামের জন্য প্রেমের গান ‘ভালবাসার মানুষ’ সৃষ্টি করেন। অ্যালবামটি সিঙ্গাপুর এসপিভিএ বার্ষিক বেস্ট সেলিং পুরুষ অ্যালবাম পুরস্কার জেতে। পাশাপাশি শিরোনাম ও প্রধান গান ‘প্রেম আমাদের অনুসরণ করে’ চ্যানেল ভি শীর্ষ ২০ চীনা গান পুরস্কার জেতে। তাহলে বন্ধুরা, এখন আমি অ্যালবামের শিরোনাম গান ‘প্রেম আমাদের অনুসরণ করে’ আপনাদের শোনাবো। কেমন? সঙ্গে সঙ্গে শোনাবো, তাঁর গাওয়া গান ‘ভালবাসার মানুষ’। গানটি তাঁর ও নারী কণ্ঠশিল্পী ছি ইয়ু’র দ্বৈতকণ্ঠে গাওয়া। গানটির ম্যান্ডারিন ও ক্যান্টোনিজ দু’টো সংস্করণ আছে। কিন্তু আজকে আমি ম্যান্ডারিন সংস্করণটি আপনাদের শোনাবো।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn