বাংলা

দেখা হয়

CMGPublished: 2024-01-22 10:16:48
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। এখন শুনবেন সঙ্গীতানুষ্ঠান ‘তোমার জন্য গান’। আর এ অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি মুক্তা।

বন্ধুরা, আপনারা শুনছিলেন সুন ইয়ান জি’র কন্ঠে ‘যে আমি মিস করি’ শীর্ষক গান। ২০০০ সালে তিনি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি নেওয়ার পর আনুষ্ঠানিকভাবে সংগীতের জগতে প্রবেশ করেন। ২০০০ সালে তিনি দু’টি অ্যালবাম প্রকাশ করেন। ২০০৩ সালে তিনি নিজের সংগীত কোম্পানি প্রতিষ্ঠা করেন। এ বছরের জানুয়ারিতে তিনি তার ষষ্ঠ অ্যালবাম প্রকাশ করেন। ২০০৬ সালে তিনি সিঙ্গাপুরের এক প্রতিযোগিতায় পুরস্কার লাভ করেন। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘বুঝতে শুরু করা’ শীর্ষক গান শোনাবো। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

২০০৭ সালে তিনি সিঙ্গাপুরের বিশিষ্ট যুব পুরস্কার লাভ করেন। ২০০৮ সালে তিনি বেইজিং অলিম্পিক গেমসের সরকারি চারটি গানে কণ্ঠ দেন। ২০১৫ সালে তিনি হংকংয়ের দশটি শ্রেষ্ঠ গানের পুরস্কার লাভ করেন। একজন গায়িকা ছাড়া তিনি একজন পোশাক ডিজাইনারও বটে। এখন আমি আপনাদেরকে তাঁর কণ্ঠে ‘ব্যাকলাইট’ নামের গানটি শোনাবো। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন সুন ইয়ান জি’র কন্ঠে ‘ব্যাকলাইট’ শীর্ষক গান। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘চোখের অভিব্যক্তি’ শীর্ষক গান শোনাবো। গানের কথা এমন: ‘আসলে স্বপ্ন পরিবর্তন হবে। মানিয়ে চলতে আমার ক্লান্ত লাগে। আমি এই মাত্র তোমাকে দেখেছি। পরস্পরকে বোঝানোর জন্য হাসছি আমরা। আমাদের ভালোবাসা বজায় থাকবে। কখনো কখনো ভালোবাসা মাত্র চোখের অভিব্যক্তি, যা কষ্ট তাড়িয়ে দিতে পারে। আমি এই মাত্র তোমাকে দেখেছি, আমাদের পরস্পরকে বোঝানোর চোখের অভিব্যক্তি। তুমি থাকলে যেকোনো লক্ষ্য বাস্তবায়নের সম্ভাবনা থাকবে, কারণ আমরা পরস্পরের ওপর আস্থা রাখি। তুমি সবসময় আমার হাত ধরে স্বপ্নের দিকে যাও। আসল ভালোবাসায় প্রতিশ্রুতি দরকার নেই...’।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn