বাংলা

‘সব ভুল ঠিক করি’

CMGPublished: 2024-01-17 14:27:51
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

প্রিয় শ্রোতাবন্ধুরা, আপনারা কেমন আছেন? বেইজিং থেকে চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান ‘সুরের ধারায়’ আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আমি শুয়েই ফেইফেই।

প্রতি সপ্তাহের এ সময়টা আমার কাছে খুব আনন্দের ও সৌভাগ্যের। কারণ, এ সময় আমি আপনাদের সঙ্গে সংগীতের মাধ্যমে মনের কিছু কথা বলতে পারি। বেইজিং ও বাংলাদেশের মধ্যে ভৌগোলিক দূরত্ব অনেক বেশি হলেও সংগীতের কোনো সীমানা নেই। আপনাদের সঙ্গে সুন্দর গান শুনতে শুনতে মনে হয়, আমি যেন আপনাদের সঙ্গেই আছি। এটি আমার জন্য খুব সুন্দর মুহূর্ত। আচ্ছা, আপনারা কি প্রস্তুত? চলুন তাহলে, আমার সঙ্গে প্রবেশ করুন গানের ভুবনে।

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের খুব জনপ্রিয় কণ্ঠশিল্পী ইয়ু ছেং ছিং-এর সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তার কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।

ইয়ু ছেং ছিং, ১৯৬১ সালের ২৮ জুলাই চীনের তাইওয়ান প্রদেশের তাইপেই শহরে জন্মগ্রহণ করেন। তিনি হলেন তাইওয়ান প্রদেশের একজন পুরুষ কণ্ঠশিল্পী, গীতিকার, উপস্থাপক ও অভিনেতা।

১৯৮৬ সালে ইয়ু ছেং ছিং তাঁর প্রথম অ্যালবাম ‘মর্মাহত কণ্ঠশিল্পী’ প্রকাশ করেন। যা লক্ষাধিক কপি বিক্রি হয়। এই অ্যালবামের গানগুলো ইয়ু ছেং ছিং-এর নিজস্ব রচনা। তিনি তাইওয়ানে নিজের অ্যালবাম নিজে প্রকাশ করা প্রথম কণ্ঠশিল্পী।

বন্ধুরা, এখন শুনুন ইয়ু ছেং ছিং-এর গান ‘সব ভুল ঠিক করি’। গানের কথায় বলা হয়, শেষ কবে বলেছিলে ‘মনে রেখো’। আমাকে প্রত্যাখ্যান করার কোন কারণ নেই কাঁপা কাঁপা হাত জানে না কার কাছে দুঃখ পাঠাবে। ভালোবাসা কি তোমাকে এভাবেই যেতে দেয়? কতবার মন থেকে তোমাকে মুছে দিতে চেয়েছি। সব স্মৃতি তোমার। যদি আবার তোমার হৃদয় দখল করতে পারতাম। আমি সহজে ছেড়ে দেব না এবং তোমাকে যেতে দেব না। আমি চিৎকার করি তোমার কাছে। সব ভুল ঠিক করবো আমি।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn