বাংলা

‘চাইনিজ ল্যান্ডস্কেপ’

CMGPublished: 2024-01-10 11:18:01
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

‘চাইনিজ ল্যান্ডস্কেপ’ চীনের মূল-ভূখণ্ডের গায়ক-গীতিকার সংগীত গ্রুপ। এই সংগীত গ্রুপ শ্যুই ইয়ং এবং শু ওয়ে’কে নিয়ে গড়ে উঠেছে। ২০০৭ সালে সংগীতদলটি প্রতিষ্ঠিত হয়। ২০১০ সালে তাদের প্রথম মূল একক গান ‘সবুজ তুঁত গাছ’ স্থানীয় বসন্ত উত্সব গালায় শ্রোতাদের কাছে সেরা জনপ্রিয় গায়ক ও গানের পুরষ্কার জেতে।

বন্ধুরা, শুনছিলেন, ‘চাইনিজ ল্যান্ডস্কেপ’ সংগীত গ্রুপের ‘সবুজ তুঁত গাছ’ গানটি। ২০১৩ সালে সংগীত গ্রুপটি সিসিটিভি’র কৃষক বসন্ত উত্সব গালায় সংগীত পরিবেশন করে। ২০১৫ সালে তারা হুনান টিভির বেশ কয়েকটি রকমারী অনুষ্ঠানে অংশ নেন। ২০১৬ সালে সংগীত গ্রুপটি ‘চীনের পরিবেশ সুরক্ষা প্রতীকী দূত’ টাইটেল জেতে। বন্ধুরা, এখন আমি সংগীত গ্রুপের অন্য একটি গান আপনাদেরকে শোনাচ্ছি। গানের নাম ‘আমার পরিবার থিয়ানমেন পর্বতের নিচে থাকে’। গানটি ২০১৭ সালের ১৮ জানুয়ারি তাদের প্রকাশিত একই নামের অ্যালবামে অন্তর্ভূক্তি করা হয়।

‘চাইনিজ ল্যান্ডস্কেপ’ শোবিজ জগতে প্রবেশ করার পর ইতিবাচকভাবে বিভিন্ন ধরনের পরিবেশ সংরক্ষণ কার্যক্রমে অংশ নেয়। তাদের লক্ষ্য হলো, আরও বেশি মানুষ পরিবেশ সংরক্ষণ-দলে যোগ দিয়ে যৌথভাবে পরিবেশ সংরক্ষণে ক্যারিয়ার গড়তে থাকবে।

২০১৭ সালে ‘চাইনিজ ল্যান্ডস্কেপ’ সিসিটিভি’র ‘সুখের জন্য যাত্রা করা’ অনুষ্ঠানে অংশ নেন এবং অনুষ্ঠানে তাদের মূল গান ‘হো হো ইয়ে’ প্রকাশ করেন। একই বছর তারা সিসিটিভি’র বেশ কয়েকটি চ্যানেলে অনুষ্ঠানে অংশ নেন বা বিচারক হন। অক্টোবর মাসে তারা এক টিভি নাটকের জন্য থিমসং ও পর্ব গান ‘অশ্রুর ফুল হৃদয়ে ভেসে গেল’ গান। এখন আমি আপনাদের গানটি শোনাচ্ছি। তারপরই শোনাবো, তাদের অন্য একটি গান ‘বাঁক এবং বাঁক’। সংগীত গ্রুপের সদস্য শ্যুই ইয়ং গানটির কথা রচনা করেন এবং শু ওয়ে সুর দেন। গানটিকে ২০২০ সালের ১৯ মে তাদের প্রকাশিত একই নামের অ্যালবামে অন্তর্ভূক্ত করা হয়।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn