বাংলা

‘এই পৃথিবী’

CMGPublished: 2024-01-03 10:53:23
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

হাই লাই আ মু, তিনি চীনের মূল ভূখণ্ডের একজন পুরুষ কণ্ঠশিল্প ও গীতিকার। ২০১৮ সালের অক্টোবর মাসে তাঁর প্রথম গান ‘আ কুও জি গান’ প্রকাশিত হয়, এর মধ্য দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে সংগীত মহলে যোগ দেন।

২০১৮ সালের নভেম্বর মাসে হাই লাই আ মু মায়ের জন্য ‘চাঁদের মা’ গানটি রচনা করেন ও প্রকাশ করেন। ২০১৯ সালের ৫ মার্চ তাঁর গান ‘বন্ধুকে বিদায়’ বাজারে আসে।

বন্ধুরা, এখন শুনুন হাই লাই আ মু’র কণ্ঠে ‘পঞ্চাশ বছর পর’। গানের কথায় বলা হয়, জীবনের শুভকামনা, এইমাত্র তোমার সাথে দেখা হয়েছে। এটা ঠিক তাই যে, তুমিও আমাকে ভালোবাসো। আমিও তোমাকে ভালবাসি। এই বিব্রতকর বয়সে আমি আর একা নই। তোমার সাথে থাকা সৌভাগ্যের বিষয়। এই জীবনের সবচেয়ে বড় আনন্দ, শুধু তোমার অপেক্ষায়। তুমিই আমাকে বের করে এনেছিলে সেই জলাভূমি থেকে।

আচ্ছা, শুনুন এই গানটি।

বন্ধুরা, এখন শুনুন হাই লাই আ মু’র গান ‘ভালো থাকো’। গানের কথাগুলো এমন: একাকীত্ব নদীর মতো, নিদ্রাহীন হৃদয়ে ধীরে ধীরে বয়ে যায়। বছরের দু’পাশে ফুল ফোটে, স্বপ্নে তুমি, স্বপ্নের বাইরে তুমি। স্মৃতিগুলো নদীর মতো, চিন্তিত চোখ দিয়ে নীরবতা চলে যায়। অনুপস্থিত এটি প্রণালীর উভয় দিকে ছড়িয়ে পড়েছে। এই তীরে আমি, অন্য তীরে তুমি। অতীতে ফিরে যাওয়া কারো পক্ষেই সম্ভব নয়।

আচ্ছা, শুনুন এই প্রেমের গানটি।

বন্ধুরা, এখন শুনুন হাই লাই আ মু’র গান ‘এই পৃথিবী’। গানের কথায় বলা হয়, এমনকি সবকিছুতেও উদার ও সহনশীল হয়। আঘাত কখনও থামে না। সব কিছু ভদ্র ও ধৈর্যশীল হলেও দুঃখ কখনো কমেনি। তুমি দয়ালু হৃদয় দেখা যায়। এমন অনেক লোক আছে যারা নিজেকে বোকা বানাতে চায়। তুমি নিজেও ভালো বোধ করছো না। কিন্তু আমাকে অন্য লোকের গল্প দ্বারা প্রভাবিত হতে হবে। চাঁদ, চাঁদ, তুমি ঘুমিও না। বিভ্রান্ত লোকটি যেন এক মাতাল।

আচ্ছা, শুনুন গানটি।

বন্ধুরা, সুন্দর গান শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এলাম, বিদায় দেওয়ার আগে আপনাদের শোনাচ্ছি হাই লাই আ মু’র আরেকটি গান, গানের নাম ‘গান গাওয়ার মানুষ’। আশা করি গানটি আপনাদের ভালো লাগবে।

Share this story on

Messenger Pinterest LinkedIn